শিরোনাম
◈ বিদেশি অপারেটরকে টার্মিনাল? রাজনৈতিক মহলে তুমুল বিরোধিতা ◈ জব্বার মণ্ডলের ওপর সত্যিই কি হামলা হয়েছে? যা জানাগেল ◈ সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করা হয়েছে: মির্জা ফখরুল ◈ নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান ◈ ২০২৪ সালে শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ ◈ টেমসসাইড কাউন্সিলে ইতিহাস গড়লেন শিবলী আলম, প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে শপথ ◈ ইশরাককে শপথ না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি, নাগরিক সেবা বন্ধের আল্টিমেটাম আন্দোলনকারীদের ◈ পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেফতার ভারতে ◈ একটা গুলি আমাগো জীবন তছনছ কইরা দিলো, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আরমানের ছেলে-মেয়ের ঠাঁই হলো এতিমখানায় ◈ গাজায় মানবিক বিপর্যয়; সহজ সমীকরণে আমেরিকার অবস্থান কোথায়?

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ০৩:৪৯ রাত
আপডেট : ২১ মে, ২০২৫, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম

পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে যাচ্ছেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেবেন নজরুল

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাঁর ছুটিতে যাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। জসীম উদ্দিনের ছুটিতে যাওয়ার পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আভাস দিয়েছেন, পররাষ্ট্রসচিব কয়েক মাস ছুটিতে থাকবেন। কারণ এরই মধ্যে পররাষ্ট্রসচিবের পদ থেকে জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। আর ছুটি শেষে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে যোগ দিতে পারেন।

গত রোববার সরকারের নীতিনির্ধারক পর্যায়ের একজন প্রথম আলোকে জানান, জসীম উদ্দিন আর পররাষ্ট্রসচিব পদে থাকছেন না, এটা নিশ্চিত। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে।

জানা গেছে, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের (১৫তম ব্যাচের) একজন কর্মকর্তাকে পররাষ্ট্রসচিব করা হতে পারে।

বর্তমান অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব পদে যোগ দেন। ২০২৬ সালের ডিসেম্বরে তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।

প্রসঙ্গত, গত পাঁচ দশকে পররাষ্ট্রসচিব পদে নিয়োগের এক বছর কিংবা তার চেয়ে কম সময়ের মধ্যে কাউকে সরিয়ে দেওয়ার নজির মাত্র তিনটি। তাঁদের মধ্যে ১৯৭২ সালে নিয়োগের ছয় মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্রসচিব সৈয়দ আনোয়ারুল করিমকে। ১৯৮৯ সালে এ কে এইচ মোরশেদকে সরানো হয় চার মাসের মাথায়। আর ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলীকে পররাষ্ট্রসচিবের পদ থেকে পাঁচ মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়