শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১২:৩০ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ সালে শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

২০২৪ সালে শেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যানের দিক থেকে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে কোমোরোস, বাংলাদেশ ও পাকিস্তান। শেনজেনভিসাইনফো প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এই তিন দেশের নাগরিকদের আবেদনের তুলনায় ভিসা বাতিলের হার ছিল সবচেয়ে বেশি, যা ইঙ্গিত দেয়—তাদের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা ছিল অন্যদের চেয়ে বেশি।

২০২৪ সালে কোমোরোসের নাগরিকরা মোট ২,৮৫৩টি শেনজেন ভিসার আবেদন জমা দেন। এর মধ্যে ১,৭৫৪টি ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। ভিসা বাতিলের হার সর্বোচ্চ ৬২ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশী নাগরিকদের জন্যও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ২০২৪ সালে বাংলাদেশীরা ৩৯,৩৪৫টি ভিসার জন্য আবেদন করেন। তার মধ্যে ২০,৯৫৭টি আবেদন বাতিল হয়। প্রত্যাখ্যানের হার ৫৪ দশমিক ৯ শতাংশ।

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তখন বাংলাদেশীরা ৪১,৩১৭টি শেনজেন ভিসার আবেদন করেন। যার মধ্যে ১৭,০১৫টি আবেদন প্রত্যাখ্যাত হয়। সেবার আবেদন বাতিলের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রত্যাখ্যানের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ২০২৪ সালে বাংলাদেশীদের সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে সুইডেন। দেশটি বাংলাদেশীদের ১৭,৯১৭টি আবেদনের ৬৭ দশমিক ৫ শতাংশই বাতিল করেছে।

ভিসা বাতিলের হারে এরপরের নামটিই পাকিস্তান। দেশটির নাগরিকরা ২০২৪ সালে শেনজেন ভিসার জন্য ৭৮,৩৬২টি আবেদন জমা দেন। তার মধ্যে ৩৫,১৩৯টি আবেদন প্রত্যাখ্যান করা হয়, অর্থাৎ ৪৭.৫ শতাংশ আবেদনই বাতিল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়