শিরোনাম
◈ ৭ কলেজের শিক্ষার্থীদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি (ভিডিও) ◈ আওয়ামী লীগের সমর্থক হলেও বিএনপিতে আসতে পারেন, যদি দোসর না হন: আমীর খসরু (ভিডিও) ◈ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, এলাকাগুলো হলো ◈ বিদ্যুতের অভাবে বেনাপোল ইমিগ্রেশনে এক ঘন্টা আটকে পাসপোর্টধারীরা, বাণিজ্যে অচলাবস্থা! ◈ আইএমএফ’র শর্তে অর্থনীতিতে বাড়ছে শঙ্কা, বিকল্প খোঁজার তাগিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের পর এনসিপি সামনে কী করতে চায়? ◈ মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সফরসঙ্গী ফিফা প্রেসিডেন্ট: কড়া সমা‌লোচনায় ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ◈ রা‌তে এফএ কাপ ফাইনাল খেল‌তে মা‌ঠে নাম‌বে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস ◈ বংশালে নকল ক্যাবল কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল ক্যাবলসহ দুইজন গ্রেফতার ◈ ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প: বকেয়া বেতন না পেলে সরব না, দুই ঘণ্টার আল্টিমেটাম

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শেরে-বাংলা নগরে পরিকল্পনা কর্মকর্তাদের অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, কেয়ারটেকার ও শিক্ষকরা। 

আন্দোলনের মুখে মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ২৪ মে তাদের সব দাবি মেনে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে দুই ঘণ্টার মধ্যে লিখিত ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং কর্মকর্তাদের বের হতে দেবেন না বলে জানিয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় সেখানে অবস্থান নিয়ে কয়েক হাজার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেছেন। তারা সেখানে এসেছেন সকাল ৮টায়। এরইমধ্যে নেতাদের ডেকে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তারা তাদের দাবি মেনে নেওয়ার মৌখিক ঘোষণা দেন।

এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার ট্রেইনার শাহাবুদ্দিন মাইকে ঘোষণা দেন কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশন সমন্বয় করে লিখিতভাবে জানাবেন। তাই তিনি সহকর্মীদের মন্ত্রণালয়ের ফটক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি হননি। তারা বলেন লিখিত না পেলে তারা সরবেন না।

প্রকল্প কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, জানুয়ারি থেকে মে পর্যন্ত বকেয়া থাকা বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ, অষ্টম গ্রেডে রাজস্বভুক্ত করাসহ চার দফা দাবির প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় একমত। এ জন্য তাদের সময় দিতে তবে। তাও তারা প্রত্যাখ্যান করেছেন। তারা দুই ঘণ্টার মধ্যে লিখিত দাবি জানান। খবর: বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়