শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যালেঞ্জার ট্রাভেলস কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার, ঝুঁকিতে হজযাত্রীরা

অনুমোদন বিহীন বাড়িতে হজযাত্রীদের স্থানান্তর করায় চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। এই পরিস্থিতিতে হজ পালন নিয়ে ঝুঁকিতে রয়েছেন এই লিড এজেন্সি ও এর সমন্বয়কারী এজেন্সিগুলোর হজযাত্রীরা।

এ অবস্থায় সোমবার (১২ মে) চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং এর সমন্বয়কারী এজেন্সিগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চ্যালেঞ্জার ট্রাভেলস ১৬টি হজ এজেন্সির সমন্বয়ে গঠিত একটি লিড এজেন্সি। এর অধীন ১৬টি হজ এজেন্সির এক হাজার ১৮ জন হজযাত্রী রয়েছেন। হজযাত্রীদের অনেকে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন।

কারণ দর্শানোর নোটিশে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত ১১ মে বাংলাদেশ সময় দুপুর ২টায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সব লিড এজেন্সির অনলাইন সভা হয়। ওই সভায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান আল মানাখারা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক উপস্থিত ছিলেন।

সভায় সৌদি ডেপুটি মিনিস্টার নির্দেশনা দেন, ‘চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের হজযাত্রীদের অনুমোদিত বাড়িতে ওঠানোর পর পরবর্তীতে সার্ভিস কোম্পানিকে অবহিত না করে অনুমোদন বিহীন বাড়িতে স্থানান্তর করা হয়। এজন্য সৌদি সরকার এ এজেন্সি ও এজেন্সির মোনাজ্জেমকে হজ ও ওমরাহ কার্যক্রমে কালো তালিকাভুক্ত করেছে। এছাড়া এজেন্সি মোনাজ্জেমকে সৌদি আরব গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।’

এ লিড এজেন্সি এবং তার সঙ্গে সমন্বয়কারী এজেন্সির মাধ্যমে সংঘটিত এমন কার্যক্রমের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

সৌদি আরবে অনুমোদিত বাড়িতে হজযাত্রীদের ওঠানোর পর পরবর্তীতে অনুমোদনবিহীন বাড়িতে স্থানান্তর করার জন্য কেন লিড ও সমন্বয়কারী এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত ব্যাখ্যা আগামী ১৩ মে’র মধ্যে দেওয়ার অনুরোধ জানানো হয় কারণ দর্শানোর নোটিশে।

এ কারণে কোনো হজযাত্রী হজ পালন করতে না পারলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। উৎস: জাগোনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়