শিরোনাম
◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয়

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:৩৪ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

অপারেশন সিঁদুরের পর এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতে এলে তার উপযুক্ত জবাব দেবে ভারত৷

সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দেওয়া ভাষণের শুরুতে তিনি পেহেলগামে হামলার ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেছেন। মোদি বলেছেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, অপারেশন সিঁদুরের পর দুঃসাহস দেখানোয় পাকিস্তানের বুকে হামলা চালিয়েছে ভারত৷ পাকিস্তান সংঘর্ষ বিরতির আর্জি জানানোয় এবং সন্ত্রাসবাদে মদত না দেওয়ার আশ্বাস দেওয়ার পরই ভারত আপাতত অভিযান স্থগিত রেখেছে৷ কিন্তু ভবিষ্যতে পাকিস্তানের ভূমিকা কী হয়, তার উপরে ভারত কড়া নজর রেখেছে৷ 

তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনী, বিজ্ঞানী, গোয়েন্দা বাহিনী- সবাইকে ভারতীয়দের পক্ষ থেকে অভিনন্দন জানাই৷ আমাদের সেনাবাহিনী অসম্ভব সাহস দেখিয়ে অপারেশন সিঁদুরকে সফল করেছে৷ এই সাফল্যকে দেশের প্রত্যেক মাকে সমর্পিত করছি৷

তিনি বলেন, পহেলগাঁওয়ে ছুটি কাটাতে যাওয়া নির্দোষ ব্যক্তিদের পরিবার, সন্তানের সামনে ধর্ম জিজ্ঞেস করে হত্যা, সন্ত্রাসবাদের ভয়ঙ্কর চেহারাকে তুলে ধরেছে৷ দেশের সংহতিকে ভাঙার চেষ্টা হয়েছিল৷ কিন্তু গোটা দেশকে এই ঘটনা একসূত্রে বেঁধে দিয়েছিল৷ দেশের প্রত্যেক নাগরিক, সব রাজনৈতিক দল, সমাজের সব স্তর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য একজোট হয়েছিল৷ এই ঘটনা আমাকেও গভীর ভাবে পীড়া দিয়েছে৷ 

নরেন্দ্র মোদি বলেন,'আমরা সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। এখন সবাই জেনে গিয়েছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি। অপারেশন সিঁদুর সবাইকে ন্যায় দিয়েছে। ৬ মের মধ্যরাত, ৭ মে ভোরে ভারতীয় সেনা পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে। সন্ত্রাসবাদীরা কখনও স্বপ্নেও ভাবেনি, ভারত এত বড় পদক্ষেপ নেবে'।

নরেন্দ্র মোদি বলেন, 'সবার প্রথমে ভারতের সেনা, বিজ্ঞানীদের স্যালুট জানাচ্ছি। আমাদের বীর সৈনিকরা অপারেশন সিঁদুরের জন্য অসীম শৌর্য দেখিয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। দেশের সম্প্রীতি ভাঙার কর্দযতম চেষ্টা চালানো হয়েছিল। এই হামলার পরে গোটা দেশ, সমস্ত রাজনৈতিক দল সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চেয়েছিল'।

তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন তারা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।

এদিকে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশনের প্রধান কর্মকর্তাদের (ডিজিএমও) মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। পারমাণবিক শক্তিধারী দুই প্রতিবেশীর মধ্যে গত সপ্তাহে তীব্র সংঘর্ষের ও শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর এটিই প্রথম সরাসরি যোগাযোগ। 

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি পাকিস্তান। তবে তারা দুই পক্ষই শান্তি রক্ষায় আন্তঃসংশ্লিষ্ট যোগাযোগ চালিয়ে যাবে বলে নিশ্চিত করেছে। 

এছাড়া পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর খুলে দিয়েছে ভারত। এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজসহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।  সরকারের বিবৃতিতে বলা হয়, যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হয়েছে। তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান। 

২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ৭মে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে হামলা চালায় ভারত। যার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়