শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০৮ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা (ভিডিও)

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তারা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘মার্চ টু যমুনা’।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। ৯টার দিকে তারা রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে তাদের বাধা দেন পুলিশ। সেখানে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেন।

এ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। পরে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন।

তবে পুলিশ কর্মকর্তারা জানান, যে দাবি নিয়ে তারা এসেছেন, তা কেবল সংশ্লিষ্ট দপ্তর কিংবা মন্ত্রণালয়ের কাছে দিতে হবে। প্রধান উপদেষ্টা বরাবর কোনো স্মারকলিপি দিলেও সেটা সংশ্লিষ্ট দপ্তর হয়ে আসবে।

প্রার্থীরা পুলিশের এমন প্রস্তাবে রাজি না হওয়ায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের কয়েকজনের একটি প্রতিনিধিদলকে যমুনায় নেওয়া যাবে কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার বিষয়টি জানান।

পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে সেখানে আটকে রেখেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়