শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল সোয়া ৫টার পর অবরোধকারীদের ওপর এ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আউটসোর্সিং কর্মচারীরা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। পরবর্তীতে দুপুরের পর তারা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে বসে পড়ে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করেন। আমরা তাদের সময় দেওয়ার পরেও তারা সড়ক ছেড়ে উঠে যাননি। পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান নিক্ষেপ করা হয় এবং উছৃঙ্খল কয়েকজনকে আটক করা হয়।’

এর আগে বিকেল ৫টার দিকে দেখা যায়ং, পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন। আর শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে অবস্থান করছিল পুলিশ।

ডিএমপির রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ  মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।’

এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।’

এরপর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা আউটসোর্সিংকর্মীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়