শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা

রাজধানীর উত্তরা এলাকা থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চীনা নাগরিকের নাম ওয়াং বু (৩৭)। তিনি উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসায় সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন।

পুলিশের ধারণা, ওই চীনা নাগরিককে হত্যার পর তার সহকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় যায়। এরই মধ্যে মরদেহের সুরতহালের জন্য সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে ৯ বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।

ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সিআইডি ক্রাইম সিনের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন জাগো নিউজকে বলেন, ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিহত ওয়াং বুর সঙ্গে আরও দু-তিনজন চীনা নাগরিক ওই বাসায় প্রবেশ করেন। এরপর তারা কিছু সময় পর বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, তারা ওয়াং বুকে হত্যা করে পালিয়ে গেছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়