শিরোনাম
◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান

মাসুদ আলম : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম  মল্লিক বলেন, ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়ার শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়? তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান সনাক্ত ও  অপরাধের জড়িতদের গ্রেফতারের নিয়মিত অভিযান চলছে।  
শনিবার মিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, রাজধানীর পল্টনে বিজয়নগর বটতলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে  প্রাইভেটকার চালক সাজু মিয়া হত্যার ঘটনার মূল আসামি রোকন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ।

শুক্রবার গভীর রাতে  কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন কাঁটাবিল চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রোকন মিয়াকে গ্রেফতার করা হয়  ।

ডিবি প্রধান বলেন, গত ২১ জানুয়ারি  পল্টন থানাধীন বিজয়নগর বটতলা এলাকায় কতিপয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জনৈক প্রাইভেটকার চালক মোহাম্মদ সাজু মিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে ডিবি। রোকনের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি  সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রোকন হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে তার সাথে থাকা  আসিফুজ্জামান লিসান, মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীবকে নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোহাম্মদ সাজুকে হত্যা করে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাতের এক অজ্ঞাত ব্যবসায়ীর নিকট বিক্রি করে। পরবর্তীতে রোকন মিয়াকে সাথে নিয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়