শিরোনাম
◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত ◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:০৮ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে এবার ৬৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী সবুজ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি লটারিতে মোট ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন। ‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এর অধীনে টিকিট নম্বর ১৯৪৫৬০ দিয়ে সবুজ নামের এক বাংলাদেশি এ লটারি জিতেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি ৫৬ লাখ টাকা।

এই ড্র-এ আরও ছয়জন অংশগ্রহণকারী সান্ত্বনা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার দিরহাম করে। পাশাপাশি, ‘বিগ উইন হুইল’ ঘুরিয়ে চারজন প্রতিযোগী পেয়েছেন ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত পুরস্কার। উল্লেখ্য, গত মাসেও আরেক বাংলাদেশি, ৪৩ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল বিগ টিকিটে জিতেছিলেন ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯ কোটি টাকা)। খবর গালফ নিউজের। 

আগামী ৩ সেপ্টেম্বর লাইভ ড্র-এ বিজয়ী ঘোষণা করা হবে ১৫ মিলিয়ন দিরহামের আগস্ট মাসের গ্র্যান্ড প্রাইজের। একই রাতে আরও ছয়জন প্রতিযোগী পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। 

এ ছাড়া যারা আগস্ট ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত একসাথে দুই বা ততোধিক টিকিট কিনবেন, তারা সুযোগ পাবেন লাইভ ড্র-এ সরাসরি অংশ নিয়ে ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত নিশ্চিত পুরস্কার জেতার। নির্বাচিত চারজন অংশগ্রহণকারীর নাম ঘোষণা করা হবে ১ সেপ্টেম্বর বিগ টিকিটের অফিসিয়াল ওয়েবসাইটে। আগস্ট মাসের বিশেষ পুরস্কার হিসেবে একজন বিজয়ী জিতবেন একটি বিএমডব্লিউ এম৪৪০আই সিরিজের গাড়ি, যার বিজয়ীর নামও ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়