শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বাংলা বর্ষবরণ উদযাপন

আবছার তৈয়বী, ইউএই প্রতিনিধি (আবুধাবি থেকে): সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট এর উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে  বাংলা নববর্ষ ১৪৩২ স্বাগত জানিয়ে ‘বাংলা বর্ষবরণ’ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) কনসুলেট প্রাঙ্গণে  কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাংলা বর্ষবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব তারেক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে এসেও প্রবাসীরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভুলেনি।  এখন সুখী ও সমৃদ্ধশালী এবং শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূসের নেতৃত্বে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। তিনি বিদেশের মাটিতে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্যকনসুলেটকে ধন্যবাদ জানান ।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান তার বক্তব্যের শুরুতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ধরণের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলবে।

কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠান আগত অসংখ্য প্রবাসী নারী, পুরুষ ও শিশুরা রঙিন পোশাকে এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদানে নিজেদের সাজিয়ে তোলেন। স্থানীয় বাংলাদেশি শিল্পীরা পরিবেশন করেন মনোমুগ্ধকর গান, নাচ, কবিতা আবৃত্তি, বাউল গান ও লোকনৃত্য ও পুঁথি পাঠ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সর্বস্তরের প্রবাসীরা। কনস্যুলেট প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায়। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই আয়োজনে দুবাই’র কনস্যুলেট প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। কনস্যুলেটের এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে নতুন করে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়