শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪০ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আবছার তৈয়বী, ইউএই প্রতিনিধি (আবুধাবি থেকে): বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আবুধাবির ইন্টার কন্টিনেন্টাল হোটেল বলরুমে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে আবুধাবিতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রবাসীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৩৪টি দেশের কূটনৈতিক, তাদের পরিবারবর্গ এবং বিপূল সংখ্যক প্রবাসী কম্যুনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ এবং ইউএই’র জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সাইদ। তিনি আমিরাত সরকারের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিক ও সরকারের প্রতি শুভেচ্ছা জানান।
 
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত ও ধন্যবাদ  জানিয়ে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি তার বক্তব্যে  বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং আমিরাতের নেতাদের প্রশংসা করেন। রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানগুলো তুলে ধরেন। 

আমিরাতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এখন নতুন পরিস্থিতি বিরাজ করছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে এ প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। আমরা সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষুদ্র বাংলাদেশ ভূখণ্ডের মতো এখানেও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে স্বাধীনতা দিবস পালন করেছি। তিনি বাংলাদেশ কমিউনিটিকে উদ্দেশ্য করে বলেন, আগে যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছি আগামীর দিনেও সেভাবে নিজেদের দেশকে অত্যন্ত সুশৃঙ্খল জাতি হিসেবে এ দেশের মানুষের কাছে উপস্থাপন করতে পারবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমামের পরিচালনায় এ অনুষ্ঠানে যুক্তরাজ্য, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, ভারত,পাকিস্তান, আফগানিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপালসহ প্রায় ৩৪টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। এসময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলসহ, বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের উর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং প্রবাসী সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের হাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মূল্যবান বইসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্নসহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়