শিরোনাম
◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদিনে বাতিল হওয়া সৌদিগামী ৪টি ফ্লাইটের প্রায় ১২শ যাত্রীর ‘ভিসার মেয়াদ শেষ হলেও সমস্যা নেই : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

দুদিনে বাতিল হওয়া সৌদিগামী ৪টি ফ্লাইটের প্রায় ১ হাজার ২০০ যাত্রীর মধ্যে কারও ভিসার মেয়াদ শেষ হলেও সমস্যা নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রোববার (২১ জুলাই) বিকেলে শাহজালাল বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এদিকে, এসব যাত্রীর পর্যায়ক্রমে অন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। অন্যদিকে, শিডিউলের নির্দিষ্ট সময়ের আগে আসা যাত্রীদেরও সর্বাত্মক সেবা দেয়া হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্র : সময়টিভি 

দেশব্যাপী ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়া ও চলমান উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারির ঘটনায় নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পারেননি আন্তর্জাতিক বিভিন্ন রুটের অনেক যাত্রী। একই সঙ্গে বৈশ্বিক আইটি আউটেজের কারণে এয়ারলাইন্সগুলোর সেন্ট্রাল টিকিট রিজার্ভেশন কাজ না করায় বিপর্যস্ত হয়ে পড়ে ফ্লাইট শিডিউল। এতে শুক্র ও শনিবার (১৯ ও ২০ জুলাই) সৌদিগামী ৪টি ফ্লাইট বাতিল করায় ভোগান্তিতে পড়েন প্রায় ১ হাজার ২শ যাত্রী।

ভোগান্তিতে পড়া ৫০ যাত্রীকে এরই মধ্যে অন্যান্য ফ্লাইটে সমন্বয় করে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে সৌদি এয়ারলাইন্স। বাকিদের মধ্যে ভিসার মেয়ার শেষ হলেও চিন্তার কোনো কারণ নেই বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘হতাশ হবেন না। আপনাদের ফ্লাইট হবে। ভিসার সময় চলে গেলেও সেটা বাড়ানো হবে।’
 
বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে জানিয়ে প্রবাসী শ্রমিকদের পর্যায়ক্রমে নিয়ে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন সচিব।
 
এদিকে, পথের ভোগান্তি এড়াতে আগেই চলে আসা যাত্রীদের থাকা-খাওয়ারসহ সার্বিক ব্যবস্থাপনার কথা জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
 
যাত্রীদের সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করায় রোববার কোনো ফ্লাইট বাতিল হয়নি বলেও জানায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়