শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বাংলা বর্ষবরণ উদযাপন

আবছার তৈয়বী, ইউএই প্রতিনিধি (আবুধাবি থেকে): সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট এর উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে  বাংলা নববর্ষ ১৪৩২ স্বাগত জানিয়ে ‘বাংলা বর্ষবরণ’ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) কনসুলেট প্রাঙ্গণে  কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাংলা বর্ষবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব তারেক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে এসেও প্রবাসীরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভুলেনি।  এখন সুখী ও সমৃদ্ধশালী এবং শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূসের নেতৃত্বে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। তিনি বিদেশের মাটিতে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্যকনসুলেটকে ধন্যবাদ জানান ।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান তার বক্তব্যের শুরুতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ধরণের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলবে।

কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠান আগত অসংখ্য প্রবাসী নারী, পুরুষ ও শিশুরা রঙিন পোশাকে এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদানে নিজেদের সাজিয়ে তোলেন। স্থানীয় বাংলাদেশি শিল্পীরা পরিবেশন করেন মনোমুগ্ধকর গান, নাচ, কবিতা আবৃত্তি, বাউল গান ও লোকনৃত্য ও পুঁথি পাঠ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সর্বস্তরের প্রবাসীরা। কনস্যুলেট প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায়। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই আয়োজনে দুবাই’র কনস্যুলেট প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। কনস্যুলেটের এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে নতুন করে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়