শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে: নোয়াব

ডেস্ক রিপোর্ট : নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) দেশের সংবাদমাধ্যমের ওপর চলমান আক্রমণ ও হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে সংগঠনটি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন নোয়াবের সভাপতি এ কে আজাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই দিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে কিছু ব্যক্তি অবস্থান নেন এবং হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করলেও এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।

বিজ্ঞপ্তি বলা হয়, সংবাদমাধ্যমের পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নিয়ে কারও আপত্তি থাকলে তা লেখার মাধ্যমে তুলে ধরা উচিত। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের পরিবেশ ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোয়াবের দাবি, সরকারকে মব জাস্টিস কঠোর হাতে দমন করতে হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়