শিরোনাম
◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক ◈ বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা ◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:৪৬ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির বর্ণিল অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বৃহস্পতিবার বেলা ১১টায় এ অনুষ্ঠান আয়োজনের সূচনা করা হয়। এ অনুষ্ঠানের প্রথম পর্বে সাধারণ সভায় অতিথি ছিলেন, সাধারণ সভার সভাপতি ও কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হক রাজা, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজ, সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী, অর্থ সম্পাদক জাফর আহমদ।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম। এরপর কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র প্রধান উপদেষ্টা প্রয়াত খন্দকার রাশিদুল হক নবা, উপদেষ্টা ইহসানুল করিম হেলাল এবং কার্যনির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক সনৎ নন্দীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মূল আনুষ্ঠানিকতায় অর্থ সম্পাদক জাফর আহমেদ ২০২১-২৩ কার্যনির্বাহী পরিষদের অর্থ বিবরণী পেশ করেন। পরে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক আদিত্য শাহীন। এ পর্বে সাধারণ সদস্যরাও বক্তব্য রাখেন।

এরপর দ্বিতীয় পর্বে ২০২১-২৩ কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও অভিষেক উপ-কমিটির সদস্য সচিব রনজক রিজভী সবাইকে স্বাগত জানান। মঞ্চে ডেকে নেন, প্রধান অতিথি কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ সাদী, বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অব অপারেশন ও সাবেক সফল অধিনায়ক, কুষ্টিয়ার কৃতি সন্তান কাজী হাবিবুল বাসার, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর আদিত্য শাহীন, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীনকে। এই সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও অভিষেক উপ-কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। এরপর কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. খাদেমুল ইসলাম এবং রেজাউর রহমান রিজভী। এরপর বক্তব্য রাখেন, মাহমুদ হাফিজ, আব্দুল বারী, আইয়ুব আনসারী এবং এম সহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীন।

এসময় নতুন কমিটির শপথ গ্রহণ করেন, দৈনিক সময়ের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এইমাত্র ডটকম-এর সম্পাদক ও প্রকাশক রনজক রিজভী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী (দেশতথ্য), সহ-সভাপতি ফরহাদুল ফরিদ (নিউজ টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম (এইমাত্র), অর্থ সম্পাদক জাফর আহমদ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব (অধিকার), দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মোহনা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয় (জনকণ্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজ্জীনা তনু (এটিএন নিউজ), নির্বাহী সদস্য আতিক হেলাল (গ্লোবাল টেলিভিশন), মাহমুদুল করিম চঞ্চল (ক্লাইমেট চ্যানেল), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শাজাহান আকন্দ শুভ (আমাদের সময়), ফারুক হোসেন (দেশটিভি), মহসিন আশরাফ (মাছরাঙা), মোঃ জাহিদুজ্জামান (দেশটিভি), ওয়াহিদ আহমেদ উজ্জল (বিটিভি), জহির মুন্না (চ্যানেল আই), সাবিনা ইয়াসমিন (প্রথম আলো)।

সবশেষে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র ২০২১-২৩ কার্যনির্বাহী পরিষদের বিদায়ী সভাপতি রেজোয়ানুল হক রাজা। এরপর নতুন কমিটির ফটোসেশনে প্রধান অতিথিসহ সকল অতিথিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়