শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক : স্বাগাতক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছিল জুনিয়র টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে লঙ্কানদের ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। --- ক্রিক‌ফ্রেঞ্জি

বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ২৮ ওভারে। শ্রীলঙ্কার কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টি আইনে লঙ্কানদের সামনে সেই লক্ষ্য হয়ে যায় ১৯৮ রানের।

স্বাগতিকরা সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি। ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল তারা। এরপর আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। এরপর আম্পায়াররা বৃষ্টি আইনে বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না।

চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ রান করে আউট হন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নেন। তারা গড়েন ৬৫ রানের জুটি।

আগের ম্যাচেই দারুণ এক অপরাজিত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন জাওয়াদ। তিনি এই ম্যাচেও পেয়েছেন রানের দেখা। ৩৫ বলে করেছেন ৩৮ রান। তৃতীয় উইকেটে ৫৯ রানের আরেকটি জুটি গড়েন তামিম ও রিজান হাসান। তামিম আগের মতো এই ম্যাচেও তুলে নেন হাফ সেঞ্চুরি।

তিনি অপরাজিত থাকেন ৬৭ বলে ৮৪ রান করে। ২৪ রান করে অপরাজিত থাকেন রিজান। বৃষ্টি আইনে লঙ্কানদের লক্ষ্য বেড়ে গিয়েছিল খানিকটা। রান রেটের সঙ্গে পাল্লা দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। কবিজা গামাগে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন।

এ ছাড়া রামিরু পেরেরা ২১, সানুজা নিদুওয়ারা ১৭ ও চামিকা হিনাতিগালা করেন ১৬ রান। বাংলাদেশের আল ফাহাদ ও তামিম নিয়েছেন ২টি করে উইকেট। সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। বাকি দুটি ম্যাচ ৫ ও ৮ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়