শিরোনাম

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

‘এবারের হজযাত্রার এক অলৌকিক ঘটনা’

ডেস্ক রিপোর্ট : অলৌকিকতার যুগ শেষ বলে অনেকেই বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি এমন নয়, অলৌকিক নানা ঘটনা এখনও ঘটছে, আবার ভবিষ্যতেও ঘটতে পারে। যেমন লিবিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা আমির মাহদি মনসুর আলগাদ্দাফির হজযাত্রাকেও একটি অলৌকিক ঘটনা বলা যেতে পারে। তার হজযাত্রার আশ্চর্যজনক ঘটনা বিভিন্ন ভাষায় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

আমির লিবিয়ার হজযাত্রীদের একজন। আমির গাদ্দাফি হজের জন্য লিবিয়ার ত্রিপোলী বিমানবন্দরে যথাসময়েই পৌঁছান, তার হজযাত্রার বিষয়াদী যথাযথভাবেই সম্পন্ন করছিলেন। কিন্তু গাদ্দাফি নামের কারণে ‘সিকিউরিটি ইস্যু’ দেখা দেয়। তাকে বলা হয়, নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। এ কথা শুনে তিনি অবাক হন, যদিও নিরাপত্তা কর্মকর্তারা তার বিষয়টি সমাধানের জন্য কাজ করছিলেন। একজন কর্মকর্তা তাদের বললেন, আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করছি, কিন্তু তোমাদের ধৈর্য ধরতে হবে।

অমিরের সঙ্গে থাকা হজযাত্রীরা ইমেগ্রেশন সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে উড়োজাহাজে উঠে পড়েন। এক পর্যায়ে উড়োজাহাজের দরজা বন্ধ করে দেওয়া হয়। অতপর আমিরের নিরাপত্তা ছাড়পত্রের সমস্যা যখন সমাধান হয়, তখন পাইলট উড়োজাহাজের দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং আমিরকে ছাড়াই উড়োজাহাজ রওনা হয়।

বিমানবন্দরের অফিসারটি বিষন্ন হেসে আমিরকে বললেন, ‘হয়তো আল্লাহর হুকুম, তোমার ভাগ্যে হজ নেই।’ কিন্তু আমির বিমানবন্দর ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি হজ করার ইচ্ছাপোষণ করি এবং ইনশাআল্লাহ- আমি অবশ্যই যাবো।’ এই কথা বলে সে চুপচাপ শান্তভাবে তার জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপরই আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে, খবর আসে যে, উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। উড়োজাহাজটি বিমানবন্দরে ফিরে আসে এবং ত্রুটি মেরামতের কাজ শুরু হয়।

এ সময় বিমানবন্দরের কর্মীরা পাইলটকে বলেন, একজন যাত্রী বাকি আছে, তাকে উঠতে দিন? কিন্তু নিয়মের অজুহাতে পাইলট আমিরের জন্য দরজা খুলতে অস্বীকৃতি জানান। উড়োজাহাজটি আবার ছেড়ে যায়।

এদিকে আমির তার জায়গায় স্থির বসে আছে। ‘আমি নিশ্চিত যে আল্লাহতায়ালা হতাশ করবেন না। উদ্দেশ্য হলো- হজ করা এবং ইনশাআল্লাহ, আমি অবশ্যই যাব।’

অলৌকিকভাবে, একই সময়ে আবার খবর আসে উড়োজাহাজটি আরেকটি ত্রুটির কারণে ফিরে আসছে। উড়োজাহাজটি অবতরণ করে এবং কারিগরি ত্রুটি পরীক্ষা করা হয়, এই সময়ে পাইলট একটি চমৎকার সিদ্ধান্ত নেন। ‘আমির ছাড়া এই উড়োজাহাজ এখন চলতে পারবে না, আমির না আসা পর্যন্ত আমিও উড়বো না।’

আমির অবশেষে উড়োজাহাজে উঠেন, পাইলটরা স্মৃতি হিসেবে তার সঙ্গে ছবি তুলেন। অন্যযাত্রীরা তাকে অভিনন্দন জানান। আমির সৌদি আরবের বিমানবন্দরে নেমে একটি ভিডিও তৈরি করে তার আনন্দ ও অনুভূতির কথা প্রকাশ করে বলেন, ‘আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। দয়াময় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন।’

আমির এখন পবিত্র মক্কায়, আল্লাহর ঘরে পৌঁছেছেন। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়