এস এম সালাহউদ্দিন, আনোয়ারা, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। পরে বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ১নং বৈরাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড গুয়াপঞ্চক এলাকার রহিম সওদাগরের বাড়ির আব্দুর রহিমের ছেলে রায়হান উদ্দিন। সে ছাত্রলীগের সক্রিয় নেতা।
অপরজন হলেন একই গ্রামের একই বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে মো: আব্দুর রহিম(৫৬) সে বৈরাগ ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, গ্রেপ্তারতৃতদের বিরুদ্ধে যথাযথ প্রত্রিয়ায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।