এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ভারতে পারাপারের সময় ২জনকে আটক করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনস্থ উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র কিশোরীগঞ্জ বিওপি’র বিজিবি’র একটি টহল দল অবৈধভাবে ভারতে পারাপারের সময় ওই ২ জনকে আটক করে।
আটককৃতরা হলো- উপজেলার ৩নং ধামইড় ইউপি’র বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক (২২) ও ভান্ডারা ইউপি’র রামচন্দ্রপুর গ্রামের খটুপাড়া গ্রামের শুনিলের মেয়ে গোলাপি (২০)।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানান, কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ পিলার নং ৩৩০/৩ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সংকোবানী নামক স্থানে ভারতে পারাপারের সময় বিজিবি-এর একটি টহল ওই ২ জনকে আটক করে। আটককৃতদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করে বাংলাদেশের নাগরিকত্ব সঠিক হওয়ায় পরবর্তী আইনাননুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়।