শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায়

জোহরান মামদানি ও তাঁর স্ত্রী রামা দুওয়াজি। ছবি: সংগৃহীত

ইতিহাসে সবচেয়ে কম বয়সি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বে বর্তমানে আলোচনার শীর্ষে মুসলিম ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। খুব স্বাভাবিকভাবে সবার আকর্ষণ এখন তার স্ত্রী রামা দুয়াজির দিকে। সিরীয় বংশোদ্ভূত এই নারী একজন আমেরিকান শিল্পী ও চিত্রকর। খবরটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।

রামা দুয়াজির জন্ম হিউস্টনে। তবে ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। পরবর্তীতে সিরিয়ার নিকটবর্তী শহরে তার শৈশবের বড় অংশ কেটেছে।

এক পডকাস্টে রামা বলেছেন, ছোটবেলায় তিনি প্রায়ই সিরীয় পরিচয় লুকিয়ে রাখতেন এবং নিজেকে আমেরিকান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। পরে তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অফ দ্য আর্টস-এ ভর্তি হন, যেখানে তিনি বুঝতে পারেন যে অন্যদের থেকে তিনি ভিন্ন। এই উপলব্ধি তাকে তার নিজস্ব শিল্প ও পরিচয় গড়তে প্রেরণা দেয়। এরপর থেকেই তার শিল্পকর্মে সিরীয় সংস্কৃতি ও জীবনধারার নানা রঙ উঠে আসে।

রামা ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিউইয়র্ক সিটিতে বসবাস শুরু করেন। এখানেই তিনি ডেটিং অ্যাপ ‘হিংজ’-এর মাধ্যমে জোহরান মামদানির সঙ্গে পরিচিত হন। পরিচয়ের পর তারা একে অপরকে বেশ পছন্দ করে ফেলেন এবং চলতি বছরের এপ্রিলে তারা সিটি ক্লার্কের অফিসে বিয়ে করেন।

রামা দুয়াজি তার শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক বিষয়েও শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তিনি ফিলিস্তিনি কৃষকদের উপর ইসরাইলের পরিবেশগত প্রভাব চিত্রিত করেছেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট মত প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়