যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিমা এই চার দেশের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়া ও দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের ‘গভীর প্রতিশ্রুতি’র প্রতিফলন।
বিবৃতিতে বিশ্বকে বার্তা দিয়ে বলা হয়, ‘সৌদি আশা করছে আরও দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এবং ইতিবাচক পদক্ষেপ নেবে। এতে ফিলিস্তিনি জনগণের নিজেদের ভূমিতে শান্তিতে বসবাসের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দায়িত্ব পালনে সহায়তা করবে।’
ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের এই ঘোষণায় অবশ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তবে চার দেশ যোগ দিল প্রায় ১৪০টি দেশের সঙ্গে, যারা ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই সপ্তাহে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিদ্ধান্তটিকে আখ্যা দিয়েছেন ‘সন্ত্রাসবাদের জন্য বড় পুরস্কার’ হিসেবে।
অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এই স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্রকে ‘ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা, শান্তি ও সৌহার্দ্যের ভিত্তিতে পাশাপাশি বসবাসের’ পথ প্রশস্ত করবে।