শিরোনাম
◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী ◈ যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স ◈ এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল ◈ যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম ◈ ফরিদপুর-৪ থেকে ভাঙ্গাকে আলাদা করতে হাইকোর্টে রুল ◈ লিটারে ১ টাকা বাড়ছে ভোজ্যতেলের দাম, আপত্তি ব্যবসায়ীদের ◈ জামায়াতের তীব্র উত্থানে বিএনপি অজান্তেই আটকে গেছে ◈ ভা‌র‌তের বিরু‌দ্ধে খেলার সময় ফখর জামা‌নের আউট নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তান অধিনায়ক ◈ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারীদের জন্য ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের ২৫ সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। রোববার (২১ সেপ্টেম্বর) গাজার সিটির সাবরা পাড়ায় এই হামলা চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়িতে বোমা হামলা চালায় ইসরাইলি সেনারা। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাংক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর কমপক্ষে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকর্মী ও স্থানীয়রা খালি হাতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন আটকা পড়েছে বলে তারা আশঙ্কা করছেন।
 
ফিলিস্তিনি পরিবারটি এখনও আটকে পড়া বাকিদের উদ্ধারে জরুরি সাহায্যের আবেদন করেছে। ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখনও ধ্বংসস্তূপ থেকে চিৎকারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন।
 
একজন স্বজন বলেন, ‘আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি-দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়-স্বজনদের জীবন্ত কবর দেয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না।’
 
তিনি বলেন, ধ্বংসস্তূপে উদ্ধারকাজে কর্মরত উদ্ধারকর্মীদের ওপর ইসরাইলি ড্রোন থেকে গুলি চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘যতবার আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরাইলি ড্রোন থেকে আমাদের ওপর গুলি চালানো হয়। প্রতি পাঁচজন পুরুষ এগুলে চারজন মারা যায় এবং মাত্র একজন বেঁচে ফেরেন।’
 
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের ছোট একটি গাড়িতে করে দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে। অন্য একটি ভিডিওতে একজন মা চিৎকার করে বলছেন, ‘আমার সব সন্তানকে হারালাম।
 
এদিকে গাজা শহরের পশ্চিমে অবস্থিত শাতি শরণার্থী শিবির এবং গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া পাড়ায়ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়