শিরোনাম
◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৪ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গেল মঙ্গলবার সকালে তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনের পাশাপাশি সন্দুক রুইত নামে একজন চিকিৎসকের সঙ্গেও দেখা করেন বলে জানা গেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা।

নেপাল-ভিত্তিক সংবাদমাধ্যম সেতোপতি এক প্রতিবেদনে জানিয়েছে, তিলগঙ্গার বাইরে জড়ো হওয়া সাংবাদিকরা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কাছে জানতে চেয়েছিলেন যে তিনি ডা. রুইতের সাথে কী নিয়ে আলোচনা করেছেন। 
 
তবে সেই আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি নেপালের প্রধানমন্ত্রী। অনেকে অবশ্য ধারণা করছেন, মন্ত্রিত্বের প্রস্তাব নিয়েই তিনি ডা. সন্দুক রুইতের কাছে গিয়েছিলেন।
 
কারণ, দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী কার্কি মন্ত্রী পদে বিশেষজ্ঞদের নিয়োগ করে আসছেন। 
  
এদিকে সুশীলা কার্কির কাছ থেকে এ প্রশ্নের উত্তর না পেয়ে সাংবাদিকরা ডা. রুইতের কাছে বিষয়টি জানতে চান। 
 
মন্ত্রী হতে যাচ্ছেন  কি না জানতে চাইলে তখন ডা. রুইত সাংবাদিকদের বলেন,  আমি এখানে (চক্ষু হাসপাতালে) এত কাজ ফেলে কীভাবে যেতে পারি? আমি আমার রোগীদের ছেড়ে যাব না।

সংবাদমাধ্যম সেতোপতি বলছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতির সময়ই ডা. রুইতের সঙ্গে দেখা করেন।

ইতোমধ্যেই চার সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। কার্কির নেতৃত্বাধীন সরকার ১১ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। সূত্র: সেতোপতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়