শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ৬৫ হাজার ছাড়াল

ইসরায়েল গাজাজুড়ে আরো ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃহস্পতিবার ভোর থেকে এসব নিহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ২০০-তে পৌঁছেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে গাজার উদ্ধারকর্মীরা দাবি করেছেন। কারণ ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষের দেহাবশেষ আটকা পড়ে আছে।

এদিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। রাফাহ শহরে একটি সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে একজন কর্মকর্তা ও তিনজন সেনা নিহত হন।

নিহতরা হলেন— মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট এরান শেলেম (২৩), লেফটেন্যান্ট ইটান আভনার বেন ইৎজহাক (২২), লেফটেন্যান্ট রন অ্যারিয়েলি (২০)। নিহত চার সেনা বাহাদ ১ অফিসার্স স্কুলের ‘ডেকেল ব্যাটালিয়নে’ দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে বেন মোশে ছিলেন একটি কম্পানির কমান্ডার। বাকি তিন সেনা ছিলেন ক্যাডেট, যাদের মরণোত্তর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।

বৃহস্পতিবার ঘোষিত এই চারজন নিহত হওয়ার ঘটনা হলো গাজায় সর্বশেষ ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা। এর ১০ দিন আগে গাজা সিটির উপকণ্ঠে হামাসের এক হামলায় চার সেনা নিহত হয়েছিল।

এরপর থেকে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) চলতি সপ্তাহের শুরুতে গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযানে নামে। কয়েক সপ্তাহ প্রস্তুতির পর তারা উত্তর গাজায় অবস্থিত শহরটি দখলে নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা।

এরই মধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জাজিমের পিটিশনে স্বাক্ষর করেছেন সাত হাজার পাঁচ শতাধিক ইসরায়েলি। 
ইসরায়েলে অবস্থিত বামপন্থী ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম, যারা মূলত বিভিন্ন ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশন শুরু হবে। তাদের লক্ষ্য তার আগেই ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে তাদের পিটিশন সেই অধিবেশনে পাঠানো। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়