শিরোনাম
◈ গুম-খুনের দায় হাসিনার, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত: বিএনপি মহাসচিব ◈ প্রায় এক দশক পর কারামুক্ত হলেন ব্লগার ফারাবী ◈ মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা ◈ চোর সন্দেহে ‘মব’ করে তিন কিশোরকে বেঁধে মারধর, একজন নিহত ◈ সাংবাদিক বিভুরঞ্জনকে নিখোঁজে রাষ্ট্র নয় অন্য রহস্য আছে : রিজভী ◈ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে: পুলিশ ◈ অস্ট্রেলিয়াকে লজ্জায় ডু‌বি‌য়ে সি‌রিজ জিত‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু ◈ উদ্বোধনের পরদিনই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি, অন্ধকারে রাতে দুর্ঘটনার আশঙ্কা! ◈ কাপাসিয়ায় জমে উঠেছে 'পাকা তাল' বিক্রি!

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সুড়ঙ্গ থেকে বেরোতেই পর পর হামলা! গাজায় হামাসের ডেরায় অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ কর‌লো ইসরায়েল

এল আর বাদল : সুড়ঙ্গ থেকে এক এক করে বেরিয়ে আসছে হামাসের সদস্যরা। তাঁদের লক্ষ্য করে ভূমি এবং আকাশ থেকে একের পর এক হামলা। বুধবার দক্ষিণ গাজায় হামাসের উপর হামলার এমনই কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনল ইসরায়েলি সেনা (আইডিএফ)।

আইডিএফ সূত্রে খবর, খান ইউনিসে হামাসের ডেরায় হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন হামাসের ১৮ সদস্য।  --- আনন্দবাজার

ইসরায়েলি বাহিনী ওই সুড়ঙ্গের দিকে এগোতেই অতর্কিতে হামলা চালান তাঁরা। মেশিন গান, আরপিজি নিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন হামাসের সদস্যরা। আইডিএফের দাবি, অতর্কিত হামলার মুখে পড়েও পাল্টা জবাব দিয়েছে সেনা। সাঁজোয়া গাড়ি নিয়ে হামলার পাশাপাশি, আকাশপথেও হামলা চালানো হয়েছে।

কীভাবে হামাসবাহিনী সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইজ়রায়েলি সেনার উপর হামলা চালাচ্ছে, পাল্টা ইসরায়েলি সেনা কী ভাবে হামাস সদস্যদের নিশানা বানিয়েছে, তার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। যদিও সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে হামলার মুখে পড়ে বেশ কিছু হামাস সদস্য আবার সুড়ঙ্গে আশ্রয় নেন। হামাসের ১০ সদস্যকে খতম করা হয়েছে বলে দাবি আইডিএফের।

এক বিবৃতি জারি করে আইডিএফ দাবি করেছে, বুধবারে খান ইউনিসে হামাসের সঙ্গে একেবারে সামনাসামনি লড়াই হয়েছে। ইসরায়েলি সেনা দশ জঙ্গিকে খতম করেছে। অন্য দিকে, আরও একটি ঘটনায় ইসরায়েলি সেনার ডেরায় ঢুকে পড়েছিল হামাসের বেশ কয়েক জন সদস্য। হামলা চালানোর আগেই তাঁদের সকলকে গুলি করে মারা হয়েছে বলে দাবি আইডিএফের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়