শিরোনাম
◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গেলারিতে বাস, নিহত ১ আহত ৪ ◈ চাঁদপুর মেঘনার পানি বিপদসীমার উপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত! ◈ মহেশপুর সিমান্তে সাড়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার! ◈ হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ ◈ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর ◈ টাঙ্গাইল রেল স্টেশনের পাশে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ ◈ ১১ ছক্কায় টিম ডে‌ভি‌ডের দ্রুততম সেঞ্চুরি, সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার বাসিন্দাকে

প্রচণ্ড ঝড়ের কারণে চীনের রাজধানী বেইজিংয়ের কাছের শিল্পনগরী বাওডিংয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ব্যাপক এই বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ১৯ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

শুক্রবার ভোর থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাওডিংয়ের পশ্চিমাঞ্চলের ইয়েতে ৪৪৭.৪ মিমি (১৭.৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে যা,  হেবেই প্রদেশের বেশ কয়েকটি আবহাওয়া কেন্দ্রে নতুন রেকর্ড তৈরি করেছে। 

সরকারি রেকর্ড অনুসারে বাওডিংয়ে বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০ মিমি-এর ওপরে।

চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ৬ হাজার ১৭১টি পরিবারের মোট ১৯ হাজার ৪৫৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস বাসিন্দাদের কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা উল্লেখ করেননি, তবে রাতে বৃষ্টিপাতের সময় জলমগ্ন রাস্তায় নিয়ন রেইন জ্যাকেট পরা দুই পুলিশ সদস্যকে দেখিয়ে একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন।

এছাড়া আবহাওয়া অফিস বৃষ্টিপাতের পরিমাণকে ২০২৩ সালে একটি শক্তিশালী টাইফুনের ফলে সৃষ্ট ব্যতিক্রমী বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করেছে। দুই বছর আগে সেই বৃষ্টিতে ভয়াবহ বন্যার শিকার বাওডিংয়ের ঝুওঝোতে শুক্রবার সকাল পর্যন্ত ১৯০ মিমি-এরও বেশি বৃষ্টিপাতের পর বেশ কয়েকটি সেতু এবং রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উত্তর চীনে সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত দেখা গেছে। যার ফলে বেইজিংসহ ঘনবসতিপূর্ণ শহরগুলো বন্যার ঝুঁকিতে পড়েছে। কিছু বিজ্ঞানী চীনের সাধারণত শুষ্ক উত্তরে বেশি বৃষ্টিপাতকে বিশ্ব উষ্ণায়নের সাথে যুক্ত করেছেন।

সিএমএর ২০২৪ সালের জলবায়ু বুলেটিনের তথ্য অনুসারে, গত বছর হেবেই প্রদেশে বার্ষিক বৃষ্টিপাত ৬৪০.৩ মিমি রেকর্ড করা হয়েছে, যা তার দশকব্যাপী গড়ের চেয়ে ২৬.৬% বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২০ সাল থেকে হেবেই ধারাবাহিকভাবে বার্ষিক গড় বৃষ্টিপাত রেকর্ড করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়