প্রতিশোধ নিতে সাবেক প্রেমিকার ছবি নিয়ে তৈরি করেছেন ভুয়া ইনস্টাগ্রাম একাউন্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানিয়েছেন অশ্লীল ভিডিও। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে। কিছুদিনের মধ্যে বেবিডল আরচি নামের এক ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। এক ভিডিওতে আরচি নামের নারীকে লাল শাড়ি পড়ে রোমানিয়ার গানে নাচতে দেখা যায়। এছাড়া মার্কিন পর্নতারকার সঙ্গে একটি ছবিও দেখা যায়। তবে ভাইরাল হওয়ার পর জানা যায়, ওই নামে আসলে কোনো নারী নেই। ইনস্টা একাউন্টটি ফেক। সানচি নামের এক নারীর ছবি ব্যবহার করে ওই একাউন্ট তৈরি করা হয়েছে। যিনি একজন গৃহিনী এবং আসাম রাজ্যে বসবাস করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ভুক্তভোগীর ভাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর সত্য উদঘাটন হয়েছে। এতে ভুক্তভোগী ওই নারীর সাবেক প্রেমিক প্রতীম বোরাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সিজাল আগারওয়াল বলেছেন, সানচির ওপর প্রতিশোধ নিতে বোরা ওই ভিডিও তৈরি করে। বোরা এখন পুলিশের হেফাজতে আছে এবং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বেবিডল আরচি নামের ওই একাউন্ট ২০২০ সালে তৈরি করা হয়। ২০২১ সালের মে মাস থেকে সেখানে ছবি আপলোড করা হয়। পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রথমে যে ছবিগুলো আপলোড করা হয় তা তার আসল ছবি। যা পরে বিকৃত করা হয়েছে। এক পর্যায়ে বোরা চ্যাট জিপিটি ও ডিজাইনের মতো অ্যাপ ব্যবহার করে। গত বছর থেকে ওই একাউন্টের ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকলেও এ বছরের এপ্রিল থেকে তা জনপ্রিয়তা পেতে শুরু করে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করার কারণে মূল ধারার মিডিয়াগুলোর মাধ্যমে তিনি এ বিষয়ে জানতে পারেন সানচি। যেখানে তাকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে অভিহিত করা হয়েছে। আরও বলা হয়েছে, তিনি হয়তো মার্কিন পর্নো ইন্ডাস্ট্রিতে যোগ দিতে পারেন।
এদিকে পুলিশ জানিয়েছে, তাদের কাছে অভিযোগ আসার পর তারা সানচিকে জিজ্ঞাসা করেন, সে প্রীতম নামে কাউকে চেনে কিনা। সে হ্যা বলার পর আমরা প্রীতমের ঠিকানা খুুঁজে বের করে তাকে গ্রেপ্তার করি। পুলিশ জানিয়েছে, প্রীতমের ল্যাপটপ, মোবাইল ও ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। তিনি ওই একাউন্ট থেকে ১০ লাখ রুপি আয় করেছেন। এর মধ্যে ৫ দিনেই আয় করেছেন ৩ লাখ রুপি। পুলিশ কর্মকর্তা আগারওয়াল জানিয়েছেন, সানচি বর্তমানে খুবই বিচলিত। আরও বলেছেন, এ ধরণের ঘটনা রোধের আসলে কোনো উপায় নেই। তবে আমরা আগে থেকে ব্যবস্থা নিলে হয়তো একাউন্টটির জনপ্রিয়তা এত বৃদ্ধি পেতো না।