সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে পাকিস্তান। পহেলগাম হামলার প্রতিবাদেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত সরকার। শুক্রবার জাতিসংঘের এক বৈঠকে এ কথা বলেন ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী (পি) হরিশ।
পাকিস্তানের প্রতিনিধি দল সিন্ধু পানি চুক্তি নিয়ে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে পি হরিশ বলেন, ভারত বরাবরই দায়িত্বশীল আচরণ করে এসেছে। ভারত নয় সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ইসলামাবাদ বার বার দাবি করে যাচ্ছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে।
তিনি বলেন, ভারত ৬৫ বছর আগে সদিচ্ছা ও বিশ্বাসকে ভিত্তি করে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করেছিল। এর মূলে ছিল সদিচ্ছা ও বন্ধুত্বের চেতনা। কিন্তু গত ছয় দশকে পাকিস্তান তিনটি যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে পাকিস্তান সেই মূল চেতনাকে লঙ্ঘন করেছে।
পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেই নিয়েই এদিন সরব হন হরিশ।
হরিশ বলেন, অপারেশন সিঁদুরে সময়েও ভারত তার সংযম দেখিয়েছে। কোনো পাকিস্তানি নাগরিককে আক্রমণ করা হয়নি। কিন্তু পাকিস্তান সেই সংযম দেখায়নি। ২৬/১১-এর ভয়াবহ হামলার কথাও এদিন বলা হয় ভারতের পক্ষ থেকে।