শিরোনাম
◈ সংবিধান সংস্কার থেকে নির্বাচনকালীন সরকার: রাজনৈতিক দলগুলোর দাবি ও যুক্তি কী বলছে? ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সিরিজ জিতলো নিউজিল্যান্ড ‘এ’ দল ◈ ভারত পা‌শে না থাকলে পিএস এ‌লে পা‌কিস্তা‌ন ক্রিকেট বো‌র্ডের  হাজার কোটি টাকার ক্ষতি ◈ গাজার একদিনে ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা ◈ তিন দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন : প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও) ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির ◈ প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও) ◈ যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: গভর্নর ◈ অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকাডুবিতে মিয়ানমারে ৪ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় গত ৯ ও ১০ মে সাগরে অন্তত ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে বলেছে, বিষয়টি সঠিক হলে এটি হবে এ যাবৎকালের রোহিঙ্গা শরণার্থীদের ‘সবচেয়ে প্রাণঘাতী ট্র্যাজেডি’।

ইউএনএইচসিআর এক বিবৃতিতে বলেছে, ‘চলতি মাসের শুরুতে মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা গভীরভাবে উদ্বিগ্ন।’

সংস্থাটির মতে, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে ৯ মে ২৬৭ জন যাত্রী বহনকারী একটি জাহাজ ডুবে যায়, যেখানে মাত্র ৬৬ জন বেঁচে ছিল এবং ১০ মে ২৪৭ জন রোহিঙ্গা নিয়ে দ্বিতীয় জাহাজটি ডুবে যায়, মাত্র ২১ জন বেঁচে ছিল।

নৌকায় থাকা রোহিঙ্গারা হয় বাংলাদেশের বিশাল কক্সবাজার শরণার্থী শিবির ছেড়ে চলে যাচ্ছিল অথবা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে পালিয়ে যাচ্ছিল।

মিয়ানমারে কয়েক দশক ধরে নির্যাতনের শিকার হাজার হাজার রোহিঙ্গা নিপীড়ন ও গৃহযুদ্ধ থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সাগর পাড়ি বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে।

ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘এ ট্র্যাজেডির খবর রোহিঙ্গাদের হতাশাজনক পরিস্থিতি এবং মানবিক সহায়তা কমে আসায় বাংলাদেশে তাদের কষ্টের কথা মনে করিয়ে দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়