শিরোনাম
◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম ◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন ◈ অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক ◈ বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ও নিউ‌জিল‌্যা‌ন্ডের চার দিনের ম্যাচ ড্র ◈ সালাউদ্দিন আহমেদের কাছে সারজিসের ৩ আহ্বান ◈ ‘ড. ইউনূসকে ঘিরে একটি চক্র’, ভেতরে চার-বাইরে তিন : সংকট ঘনীভূত ◈ ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি পদত্যাগ চায় না: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ প্রয়োজনে গুঁড়িয়ে দেব: লালমনিরহাট বিমানঘাঁটি নিয়ে হুঁশিয়ারি ভারতের সাবেক সেনা কর্মকর্তার

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে সান দিয়েগোতে প্রাইভেট জেট বিধ্বস্ত, সব যাত্রী নিহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেভ শাপিরোও রয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সময় বিমানটি আছড়ে পড়ে। বিমান বিধ্বস্তের পর অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরে যায়। সেগুলোর ভেতর থাকা মানুষকে উদ্ধারে এখন চেষ্টা চালানো হচ্ছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শাপিরো সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।  গ্রুপটির ক্লায়েন্টদের তালিকায় রয়েছে সাম ৪১, স্টোরি অব দ্য ইয়ার এবং পিয়ার্স দ্য ভেইলের মতো রক ব্যান্ড।

দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাদা ব্যান্ডের সাবেক ড্রামার ড্যানিয়েল উইলিয়ামসও এই দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।  মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি বিমান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

ফেডারেল কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ছয়জন ছিলেন এবং সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

এছাড়া বিমানটি বিধ্বস্ত হয়ে মারফি ক্যানিয়ন পাড়ায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং ১০ জন ক্ষতিগ্রস্ত হয়। 

সান দিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, বিধ্বস্ত বিমানটি সেসেনা ৫৫০ মডেলের। যেটিকে সাইটেশন হিসেবেও ডাকা হয়। বিমানটি রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মন্টোগোমারি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

এই প্রাইভেট বিমানগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। যা ছয় থেকে আটজন যাত্রী বহন করতে পারে।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সাউন্ড ট্যালেন্ট গ্রুপের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের সহ-প্রতিষ্ঠাতা, সহকর্মী এবং বন্ধুদেরকে হারিয়ে আমরা শোকাহত। ‘

কোম্পানিটি জানিয়েছে যে তারা ‘বিমান দুর্ঘটনায় শাপিরো সহ তিনজন কর্মচারী’ হারিয়েছে।  তবে এখনো অন্যদের পরিচয় জানা যায়নি। 

সান দিয়েগো কর্তৃপক্ষ দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যদিও জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড জানিয়েছে, মোট মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ নিহতদের কারও নাম প্রকাশ করেনি।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি নিউইয়র্ক সিটির বাইরের তেতারবো বিমানবন্দর থেকে বুধবার রাতে উড্ডয়ন করে। এরপর এক ঘণ্টার জন্য এটি কানসাসের উইচিতিটায় অবতরণ করে। সেখান থেকে সান দিয়েগোর দিকে রওনা দেয়। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার শিকার বিমানটি আলাস্কার একটি বেসরকারি কোম্পানির। এটি ১৯৮৫ সালে তৈরি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়