শিরোনাম
◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ ◈ সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর ◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত ◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী 

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা বাতিলের মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জিতলেন ভারতীয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া ভারতীয় পিএইচডি শিক্ষার্থী প্রিয়া সাক্সেনা ট্রাফিক লঙ্ঘনের অভিযোগে ভিসা হারিয়ে বহিষ্কারের মুখে পড়েছিলেন। তবে আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার অনুমতি পেয়েছেন এবং ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলে একটি ছোটখাটো ট্রাফিক লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) হঠাৎ তাঁর এফ-১ শিক্ষার্থী ভিসা বাতিল করে দিলে সাক্সেনা বহিষ্কারের মুখে পড়েন। তবে ট্রাম্প প্রশাসনের এই হয়রানি থেকে তাঁকে স্বস্তি দিয়েছেন একটি ফেডারেল আদালত। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারবেন।

২৮ বছর বয়সী সাক্সেনা সম্প্রতি সাউথ ডাকোটা স্কুল অব মাইনস অ্যান্ড টেকনোলজি থেকে কেমিক্যাল ও বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

ভিসাটি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ ছিল। কিন্তু ভিসা বাতিল হওয়ার পর তাঁর স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (সেভিস) রেকর্ডও মুছে ফেলা হয়। ফলে তিনি হয়তো ১০ মে গ্র্যাজুয়েট হতে পারতেন না। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন এবং ফেডারেল বিচারক তাঁর বহিষ্কারে সাময়িক স্থগিতাদেশ দেন। এর ফলে তিনি ডক্টরেট সম্পন্ন এবং গত সপ্তাহে গ্র্যাজুয়েট হতে পেরেছেন।

আদালতের নথি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ‘ফৌজদারি রেকর্ড’ থাকার অজুহাতে তাঁর শিক্ষার্থী ভিসা বাতিল করে। অথচ তাঁর একমাত্র অপরাধ ছিল ২০২১ সালে একটি জরুরি যানবাহনকে পথ না দেওয়ার মতো একটি ট্রাফিক লঙ্ঘন, যার জন্য তিনি জরিমানা দিয়েছিলেন।

তাঁর আইনজীবী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানান, অভিবাসন আইনে এ ধরনের ছোটখাটো অপরাধকে বহিষ্কারের উপযুক্ত ধারা হিসেবে বিবেচনা করা হয় না।

এই সপ্তাহে দক্ষিণ ডাকোটার একটি ফেডারেল আদালত ডিএইচএসকে কোনো ধরনের আদালতের অনুমতি ছাড়া তাঁকে গ্রেপ্তার বা আটকে নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রাথমিক রায় দেন। আদালত বলেন, ডিএইচএসের কর্মকাণ্ড ‘আইনবিরুদ্ধ’ বলেই প্রতীয়মান হচ্ছে এবং এতে প্রিয়া সাক্সেনার অপূরণীয় ক্ষতি হতে পারে।

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন অভিবাসনবিরোধী কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে, যার লক্ষ্য হয়েছেন যুক্তরাষ্ট্রজুড়ে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ছোটখাটো অপরাধ, ট্রাফিক লঙ্ঘন বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী কর্মসূচিতে অংশগ্রহণের কারণে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা ও সেভিস রেকর্ড বাতিল করা হয়েছে। তাঁদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছিলেন।

একটি সাম্প্রতিক শুনানিতে ডিএইচএস আদালতকে জানায়, তারা এফবিআই ডেটাবেসে ১০ লক্ষাধিক আন্তর্জাতিক শিক্ষার্থীর নাম স্ক্যান করে ‘ক্রিমিনাল রেকর্ড’ খুঁজে বের করেছে। এতে ৬ হাজার ৪০০ জনের নাম পাওয়া যায়, যার মধ্যে প্রায় ৩ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়