শিরোনাম
◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ ◈ শিক্ষার্থীদের দাবিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস, আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ মাহফুজ আলমের ◈ এবার চীনের সঙ্গে বিরোধে জড়াল ভারত! ◈ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের অর্থমন্ত্রীকে বিকল্প খোঁজার পরামর্শ ◈ পুলিশ হেফাজত থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ (ভিডিও) ◈ পা‌কিস্তান সুপার লি‌গে লাহোর কালান্দার্সে খেল‌বেন সাকিব

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি

সৌদি আরবে বিশ্বকাপসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়নের সময় কর্মরত অবস্থায় ভারত, বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশের অসংখ্য অভিবাসী শ্রমিকের মৃত্যু ঘটেছে — যেগুলিকে “প্রতিরোধযোগ্য” মৃত্যু হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)।

বুধবার HRW ও অন্য একটি সংস্থা ফেয়ারস্কয়ার পৃথক দুটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে — বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, সড়ক দুর্ঘটনা, উঁচু থেকে পড়ে যাওয়া এবং কর্মস্থলের নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এসব শ্রমিকদের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনগুলোয় সৌদি কর্তৃপক্ষকে মৃত্যুর কারণ গোপন করার অভিযোগও আনা হয়েছে। এতে করে মৃত শ্রমিকদের পরিবার যেমন ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি প্রিয়জনের প্রকৃত মৃত্যুর কারণও জানতে পারছে না তারা।

সৌদি আরব বর্তমানে শত শত বিলিয়ন ডলারের অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে কাজ করছে — যার মধ্যে রয়েছে ২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ এবং ‘নিওম’ নামের এক ভবিষ্যতনির্ভর শহর নির্মাণ। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এসব প্রকল্পে আগামি বছরগুলোতে আরও হাজার হাজার শ্রমিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতে পারে।

একটি ঘটনায় HRW জানিয়েছে, এক বাংলাদেশি শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে তার দেহ পরিবারের কাছে হস্তান্তর না করে নিয়োগকর্তা দাবি করেন, স্থানীয়ভাবে দাফন করলে তবেই ক্ষতিপূরণ দেওয়া হবে।

হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভস ডিরেক্টর মিনকি ওয়ারডেন বলেন, “সৌদি কর্তৃপক্ষ এবং ফিফার এখনই শ্রমিকদের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।”

অন্যদিকে, ফেয়ারস্কয়ার জানিয়েছে — গত ১৮ মাসে সৌদি আরবে ১৭ জন নেপালি ঠিকাদার শ্রমিকের মৃত্যু ঘটেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, যদি জবাবদিহিতা না থাকে, তবে ভবিষ্যতে আরও হাজার হাজার শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটতে পারে।

ফেয়ারস্কয়ারের সহ-পরিচালক জেমস লিঞ্চ বলেন, “অনেক ক্ষেত্রে দেখা গেছে, মারা যাওয়া স্বামী বা পিতার নেওয়া ঋণের বোঝা নিয়ে পরিবারগুলো ঋণদাতাদের তাড়া খাচ্ছে।”

‘ভিশন ২০৩০’ প্রকল্পের আওতায় সৌদি আরব তার অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে সরিয়ে নিতে চায়। তবে এর সঙ্গেই দীর্ঘদিন ধরে শ্রমিক নিপীড়ন ও মজুরি বঞ্চনার অভিযোগ রয়েছে।

এদিকে ফিফা জানিয়েছে, তারা সৌদি আরবকে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার পেছনে দেশটির শ্রমিক কল্যাণ ব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সঙ্গে সহযোগিতার কথা বিবেচনায় নিয়েছে।

এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপ আয়োজনের সময়ও দেশটিকে অভিবাসী শ্রমিকদের প্রতি অবহেলার অভিযোগে সমালোচিত হতে হয়েছিল। হাজার হাজার শ্রমিকের মৃত্যুর তথ্য তুলে ধরেছিল অধিকার সংগঠনগুলো।

তবে হিউম্যান রাইটস ওয়াচের ওয়ারডেন মনে করছেন, এবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ ২০৩৪ সালের বিশ্বকাপে আরও বেশি দল ও স্টেডিয়াম প্রয়োজন হবে, যার ফলে নির্মাণ কাজও বাড়বে।

তিনি বলেন, “কাতারে অন্তত একটি তদারকি কমিটি (Supreme Committee) ছিল যারা নির্মাণ স্থলে নিরাপত্তা পর্যবেক্ষণ করত। সৌদি আরবে এমন কোনও কমিটি নেই। কাতারে জীবনবিমা ও তাপমাত্রা সুরক্ষা নীতিমালাও ছিল, যেগুলো বর্তমানে সৌদিতে অনুপস্থিত।”

এই প্রতিবেদনদুটি প্রকাশের একদিন আগেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি সফর করেন এবং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। খবর: বার্তা সংস্থা এপির 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়