শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি

এল আর বাদল: কাউকে প্রশ্ন করা হয় ভিসা ছাড়া কোনও দেশে কী যাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি উত্তর দেবেন না। তবে এবারই চমক বিশ্বে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি কোনও পাসপোর্টা বা ভিসা ছাড়াই গোটা বিশ্বে ভ্রমণ করেছেন। কোনও দেশ তাঁকে বাধা দেয়নি। 

ভ্যাটিকান সিটিতে তিনি থাকতেন। তাঁর নাম পোপ ফ্রান্সিস। তাঁকে এমনভাবে দেখা হত যে কোনও দেশ কখনও তাঁর ভ্রমণে আপত্তি করেনি। তিনি ৫০ টির বেশি দেশ ভ্রমণ করেছেন। কোনও পাসপোর্ট বা ভিসা লাগেনি। ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে তিনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট ফিগার। তাঁর কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল। ফলে তিনি বিশ্বের যেকোনও জায়গা ভ্রমণ করেছেন কোনও ভিসা তার লাগেনি।

ইটালি এবং ভ্যাটিকান সিটির মধ্যে ১৯২৯ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখান থেকেই ভ্যাটিকান সিটিকে একটি আলাদা মর্যাদা দেওয়া হয়ে থাকে। ১৯৬১ সালে ভিয়েনা চুক্তিতেও বলা হয়েছিল পোপ হবে সকলের ওপরে। তিনি কোনও দেশের অধীনে নন। চিন এবং রাশিয়া ভিসার বিষয়টি নিয়ে কড়াকড়ি করলেও পোপ তার উপরে থাকেন।

পোপকে সকলে দেশের ওপরে রেখেছে। তার কাছে রয়েছে একটি ব্যক্তিগত বিমান। সেটি করেই তিনি গোটা বিশ্ব ভ্রমণ করেছেন। সেই বিমানের নাম শেফার্ড ওয়ান। এটি একটি বোয়িং বিমান। পোপের বিমান হিসেবে এটিকে ধরা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়