শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূর  আত্মহত্যা

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে রীনা বেগম (২০) নামে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।স্বামী  কোরবান ও তার স্ত্রীর বাড়ি নীলফামারী জেলায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী কোরবানকে (২৫) সন্দেহমুলক ভাই   আটক  করেছে থানা পুলিশ।  উপজেলার সোতাশি গ্রামে রীনা বেগম (২০) নামের এক গৃহবধূ। সোমবার (১৪ এপ্রিল)সন্ধ্যায়  উপজেলার সোতাসী গ্রামে এঘটনায় ঘটে।

জানা যায়,স্বামী  কোরবান তার স্ত্রীকে নিয়ে বোয়ালমারীর সোতাসী গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে সোতাসিতে  অবস্থিত বিকাশ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করে।

সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে রীনা তার স্বামীর সাথে ঘুরতে যাবার জন্য বায়না ধরে, তার স্বামী তাকে না নিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে তার স্বামী বাসায় ফিরে দেখে তার স্ত্রী থাকার ঘরে ঘরের রুয়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। আশপাশের লোকজনের সহায়তায় নামিয়ে দেখে সে মারা গেছে।  খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। 

লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এস আই কামরুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়