শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই হাজার কোটির নীল হীরার প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট : বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরার প্রদর্শনী হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ঝলমলে হীরার প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। সোথেবিসের আয়োজনে ৮টি হীরা প্রদর্শিত হচ্ছে, যার মূল্য ১২ হাজার কোটি টাকার বেশি। সবচেয়ে আলোচিত মেডিটেরেনিয়ান ব্লু নামের একটি ১০ দশমিক ৩ ক্যারেটের নীল হীরা, যার মূল্য দুই হাজার কোটি টাকার বেশি।

আরজাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) আবুধাবির বাসাম ফ্রেইহা আর্ট ফাউন্ডেশনে সোথেবিসের উদ্যোগে দুই দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। এতে ১২ হাজার কোটি টাকার বেশি মূল্যের ৮টি হীরার সংগ্রহের প্রদর্শনী করা হয়। সবচেয়ে আলোচিত 'মেডিটেরেনিয়ান ব্লু' নামের একটি ১০ দশমিক ৩ ক্যারেটের নীল হীরা, যার দামই দুই হাজার কোটি টাকার বেশি। এই হীরাটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীল হীরা বলে অভিহিত করেছে সোথেবিস। হীরাটি কাটিংও করা হয়েছে সুদক্ষভাবে। প্রদর্শনীতে থাকা মোট ৮টি হীরার সম্মিলিত ওজন ৭শ ক্যারেটের বেশি।
 
সোথেবিসের উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান কুইগ ব্রুনিং জানান, ‘এই হীরাগুলো সাধারণ নয়, প্রতিটিই এককথায় অনন্য। আবুধাবিতে এমন অনেক সংগ্রাহক আছেন যারা এই মানের এবং এই রকম দুর্লভ হীরা কিনতে প্রস্তুত আছেন। তাই হীরার সংগ্রাহক ও ব্যবসায়ীদের আগ্রহ বিবেচনায় এখানে আয়োজনটি করা হয়েছে।’
 
প্রদর্শনীটি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর ১৩ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে মেডিটেরেনিয়ান ব্লু র নিলাম। পৃথিবীতে বিরল এই রত্নগুলো শুধু মূল্যবানই নয় ইতিহাসেরও অংশ। যার নিলামে শুধু টাকা নয় পাওয়া যাবে এর কদরও।

সুত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়