শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:৪১ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গতকাল পর্যন্ত আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল, আজ, আমি কেবল একটি সংখ্যা’

হামাসের হাতে জিম্মি এলকানা বোহবোট (৩৫) এবং ইউসুফ-হাইম ওহানা (২৪)। ছবি: সংগৃহীত

গাজায় জিম্মি দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে উপত্যকার শাসক দল হামাস। এলকানা বোহবোট (৩৫) এবং ইউসুফ-হাইম ওহানা (২৪) নামের দুজনকেই ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত ভিডিওর বরাতে এ তথ্য জানিয়েছে।

ওই ভিডিওটিতে দেখা যায়, বোহবোট এবং ওহানা মেঝেতে বসে আছেন, তাদের চেহারা ফ্যাকাশে। 

বোহবোট ভিডিওতে বলেন, ‘গতকাল পর্যন্ত, আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল।  আজ, আমি কেবল একটি সংখ্যা। ’

ওহানা ভিডিওতে ব্যাখ্যা করেছেন, তারা (হামাস) আমাদের ভিডিওটি তৈরি করতে বলেছেন।  তিনি আরও ব্যাখ্যা করেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তা কঠিন ছিল।

তিনি বলেন, ‘প্রায় কোনও খাবারই নেই। কোনও নিরাপদ জায়গা নেই।  আরও খারাপ বিষয় যে আমরা জীবিতও বোধ করছি না, মৃতও বোধ করছি না। ’

এরপর ওহানা যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি সম্পর্কে বলেন, ‘গত ১৮ মার্চ ইসরাইলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের মৃত্যুও হতে পারত। ’

ভিডিওতে বোহবোট ক্ষুব্ধভাবে বলেন, ‘এই সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে, যথেষ্ট হয়েছে। যেসব জিম্মি আগে আমাদের সঙ্গে ছিল এখন মুক্তি পেয়েছে, তাদের কথা বলার ও মত প্রকাশের সুযোগ দিন।  তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা বন্ধ করুন। তাদের কথা বলতে দিন। সত্য বেরিয়ে আসুক। ’

বোহবোট এরপর মুক্তিপ্রাপ্ত জিম্মি ওহাদ বেন আমির উদ্দেশে প্রশ্ন করেন, ‘তুমি কেন তাদের বলো না? তুমি আমাদের সাথে ছিলে। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়