শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির যে শহরে বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে এক লাখ ইউরো!

বাড়ির দরজা খুললেই দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙুরের খেত কিংবা থার্মাল স্প্রিং। এমন স্বপ্ন কি আপনি দেখেছেন। এরকমটির দেখা পাবেন ট্রেনটিনো প্রদেশে।

ইতালির উত্তর অঞ্চলটি ট্রেনটিনো নামে পরিচিত। তবে আনুষ্ঠানিকভাবে এটি ট্রেন্টো প্রদেশ, যা কিনা আবার স্বায়ত্তশাসিত। ডলোমাইট আল্পস পর্বতমালা সঙ্গে মিলিত ট্রেনটিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে এক লাখ ইউরো (১ কোটি ৩১ লাখ টাকা)। এ সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিনো প্রদেশে গিয়ে থাকলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান বাবদ পাওয়া যাবে ৮৮ হাজার ইউরো। আর বাড়ি কেনার জন্য দেওয়া হবে ২০ হাজার ইউরো। ইতালির নাগরিক কিংবা বিদেশিরা এ জন্য আবেদন করতে পারবেন।

তবে এর মধ্যেও একটু কিন্তু রয়েছে। যে এই প্রদেশের গিয়ে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করবে তাকে সেখানে ১০ বছর থাকতে হবে। অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে।

ট্রেনটিনো প্রদেশের ৩৩টি শহর এ পরিকল্পনার অংশ হবে। শিগগিরই এর অনুমোদন দিবে দেশটির সরকার।

সিএনএন বলছে, পরিকল্পনার শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এমনকি পরিত্যক্ত বাড়ির থেকে জনসংখ্যা কম।

ইতালির গ্রাম্য এলাকাগুলোতে ক্রমাগত হারে জনসংখ্যা কমছে। এছাড়া কাজের উদ্দেশে গ্রাম ছাড়ছে যুবক-যুবতীরা। গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে বিভিন্ন কৌশল নিয়েছে ইতালির সরকার। ২০২৪ সালের বাজেটে জনসংখ্যা কম এলাকাগুলোর জন্য তিন কোটি ইউরোর একটি তহবিল করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকায় জনসংখ্যা পাঁচ হাজারের কম সেগুলোতে জনসংখ্যা বাড়াছে তহবিল থেকে অনুদান দেওয়া হবে।

ট্রেনটোর প্রেসিডেন্ট মাওরিজিও ফুগাতি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো, সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়