শিরোনাম
◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন' ◈ বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস ◈ ই‌ডেন গা‌র্ডেন নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে! ◈ ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো ◈ ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি মা‌সে ১০ কো‌টি ৩০ লাখ টাকা বেতন পা‌বেন ◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে জবাব ট্রুডোর, আমেরিকার পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ করল কানাডা

ক্ষমতায় আসার পরেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপ করবেন। এ বার আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল কানাডাও।

আমেরিকার পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ করল কানাডা। আগামী দিনে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে যে বিপুল পরিমাণ পণ্য কানাডায় আমদানি করা হয়, তার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলার। এই পরিমাণ পণ্যের উপর কানাডা ২৫ শতাংশ শুল্ক আরোপ করছে। ২১ দিনের মধ্যে এই শুল্ক কার্যকর করা হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলেই এই শুল্ক আরোপ করা হল, জানিয়েছেন ট্রুডো।

ক্ষমতায় আসার পরেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপ করবেন। সম্প্রতি তা প্রয়োগ করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে কানাডিয়ান পণ্যে আমেরিকা ২৫ শতাংশ শুল্ক বসাবে বলে জানিয়েছেন ট্রাম্প। এর জবাবে শনিবার রাতে (স্থানীয় সময়) একটি বিবৃতিতে ট্রুডো বলেন, ‘‘যে কোনও প্রকার শুল্ক মুক্ত বাণিজ্যের চুক্তিকে লঙ্ঘন করে। কানাডার উপর যে শুল্ক চাপানো হয়েছে, তা আমেরিকার জনগণের জন্য খুব একটা সুখকর হবে না। মঙ্গলবার থেকে তিন হাজার কোটি কানাডিয়ান ডলারের পণ্যের উপর শুল্ক প্রয়োগ করা হবে। আর আগামী ২১ দিনের মধ্যে আমরা আমেরিকার ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলারের পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক নেব।’’

আমেরিকার অন্যতম বৃহৎ দুই বাণিজ্যিক ক্ষেত্র কানাডা এবং মেক্সিকো। একাধিক গুরুত্বপূর্ণ খনিজ এবং অন্যান্য পণ্য এত দিন আমেরিকা থেকে কানাডায় আসত শুল্ক ছাড়াই। আগামী দিনে সেই পণ্যের উপরেও শুল্ক আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রুডো।

কানাডা এবং মেক্সিকোর পাশাপাশি চিনের পণ্যের উপরেও শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। শনিবার তিনি ঘোষণা করেছেন, মেক্সিকো এবং কানাডার উপর ২৫ শতাংশ এবং চিনের উপর ১০ শতাংশ হারে শুল্ক প্রয়োগ করা হবে। তবে কানাডা থেকে যে খনিজ তেল, স্বাভাবিক গ্যাস এবং বিদ্যুৎ আমদানি করে আমেরিকা, তার উপর শুল্কের পরিমাণ হবে ১০ শতাংশ, জানিয়েছেন ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, শুল্ক আরোপের পর এই তিন দেশ যদি প্রতিশোধমূলক কোনও পদক্ষেপ করে, সে ক্ষেত্রে শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে।

আমেরিকার সঙ্গে মেক্সিকো এবং কানাডার এই অর্থনৈতিক যুদ্ধ ভাল চোখে দেখছেন না বিশেষজ্ঞেরা। এর ফলে তিন দেশের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হতে পারে। মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে। ট্রাম্পের ঘোষণার পর মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ট্রুডো। আমেরিকার পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে মেক্সিকো থেকেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়