শিরোনাম
◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১০:৩৭ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংহের অভয়ারণ্য থেকে ৫ দিন পর জীবিত ফিরল শিশু

এ যেন কোনো সিনেমার কাহিনী। ৭ বছরের এক শিশু হারিয়ে গেল জঙ্গলে। এরপর পাঁচদিন পর জীবিত ফিরে এল সে।সবাই বলছেন, হিংস্র সিংহে পূর্ণ ওই জঙ্গল থেকে ফিরে আসাটা অলৌকিক ব্যাপার। সম্প্রতি আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ঘটেছে এই ঘটনা।

গতকাল শুক্রবার জিম্বাবুয়ের বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, মাতুসাডোনা পার্কে প্রায় ৪০টি সিংহ আছে। আফ্রিকান পার্কসের হিসাবমতে, একসময় আফ্রিকার মধ্যে এটিই ছিল সিংহের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অভয়ারণ্য।

সেই জঙ্গলে ২৭ ডিসেম্বর হারিয়ে যায় শিশুটি। সেখান থেকে ৫০ কিলোমিটার দূর থেকে পাঁচদিন পর উদ্ধার করা হয় তাকে। জঙ্গলে পানি ও ফল খেয়ে বেঁচে ছিল সে। নদীর তীর ঘেঁষে সে হেঁটেছে এবং ঘুমানোর সময় উঁচু পাথরে উঠে ঘুমিয়েছে।  

দেশটির কর্মকর্তা বলেন, ভয়ঙ্কর এই জঙ্গলে ৫০ কিলোমিটার হেঁটেছে শিশুটি। হারিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার খোঁজে বের হয় বন্য রেঞ্জার্স, পুলিশ সদস্য ও স্থানীয়রা। ৩০ ডিসেম্বর তা পায়ের ছাপ পাওয়া যায়। 

শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শরীরে তেমন কোনো ক্ষতচিহ্ন নেই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়