শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে ভেঙে দিলেন বর, অতপর...

ভারতের উত্তরপ্রদেশের চন্দৌলিতে খাবার দিতে দেরি হওয়ায় নিজের বিয়ে ভেঙে দিয়েছেন এক ব্যক্তি। এর পর ওইদিনই তিনি বিয়ে করেছেন চাচাতো বোনকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ ডিসেম্বর উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার হামিদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কনে অভিযোগ করেন, সাত মাস আগে মেহতাব নামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। ২২ ডিসেম্বর বরযাত্রী আসার পর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে খাবার দিতে সামান্য দেরি হচ্ছিল। এতে মেহতাবের বন্ধুবান্ধব তাঁকে ঠাট্টা করতে থাকেন। এক পর্যায়ে মেহতাব রেগে গিয়ে বিয়ের মঞ্চ ত্যাগ করে বাড়ি ফিরে যান।

কনে অভিযোগ করে বলেন, ‘এই বিষয় নিয়ে মেহতাব ও তাঁর পরিবারের সদস্যরা আমাদের পরিবারকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেছে। পরিস্থিতি খারাপ হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা এসে সমাধানের চেষ্টা করেন। কিন্তু মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ফিরে যান।’

পরদিন কনে এবং তার পরিবারের সদস্যরা জানতে পারেন মেহতাব সেদিনই নিজের চাচাতো বোনকে বিয়ে করেছেন।

২৩ ডিসেম্বর কনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, মেহতাবের পরিবার বিয়ের কয়েক ঘণ্টা আগে দেড় লাখ রুপি নিয়েছে এবং বিয়ের দিন তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বরপক্ষের ২০০ অতিথির জন্য আয়োজন করা হয়েছিল। বিয়ে ভেঙে দেওয়ায় সব খাবার নষ্ট হয়ে যায়।

পরবর্তীতে চন্দৌলি জেলার পুলিশ সুপার আদিত্য লাগির হস্তক্ষেপে, উভয় পক্ষকে ডেকে সমস্যার সমাধান করা হয়। চন্দৌলি থানার সার্কেল অফিসার রাজেশ রাই জানান, উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হয়, বরপক্ষ কনের পরিবারকে ১ লাখ ৬১ হাজার রুপি ফেরত দেবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়