শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু

সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু

পরিবেশবান্ধব পরিবহনের দিকে এগিয়ে যাওয়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাস চালু করেছে সৌদি আরব। 

দেশটির আল আহসা অঞ্চলের গভর্নর সৌদ বিন তালাল এ বাস সার্ভিসের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন। 

পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম থেকে আল আহসা পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। এই রুটে দৈনিক ৩৫৯ কিলোমিটার পথ পাড়ি দেবে হাড্রোজেনচালিত বাস। 

এছাড়া এই বাস একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ৪৫ জন যাত্রী পরিবহনে সক্ষম।

সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) বলছে, হাইড্রোজেনচালিত বাস চালুর উদ্দেশ্য টেকসই পরিবহন তৈরি করা।

উদ্বোধন অনুষ্ঠানে টিজিএ প্রধান রুমাইহ আল রুমাইহ বলেন, এই উদ্যোগ কার্বন নিঃসরণ হ্রাসে অবদান রাখবে।

টিজিএ সম্প্রতি বৈদ্যুতিক ও সেলফ-ড্রাইভিং বাস চালুসহ বেশ কয়েকটি পরিবহন উদ্যোগ নিয়েছে। সংস্থাটি কার রেন্টাল শিল্পেও বৈদ্যুতিক যানবাহন চালু করেছে। এছাড়া সৌদি আরবে পণ্য পরিবহনে প্রথম হাইড্রোজেন ট্রাক ও বৈদ্যুতিক ট্রাকও পরিচালনা করেছে।

যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে অক্টোবরে সৌদি আরব প্রথম হাইড্রোজেনচালিত ট্যাক্সি চালু করেছে।

গত বছর রিয়াদে সফল্ভাবে হাইড্রোজেনচালিত ট্রেনের ট্রায়াল-রান হয়। এই ট্রেনগুলো সম্পূর্ণ কার্বনমুক্ত, পরিবেশবান্ধব এবং টেকসই রেল পরিবহনে একটি বড় উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র :টিভিএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়