শাহীন খন্দকার: রাজধানীর শ্যামলী ২৫০ শয্যা টিবি ও অ্যাজমা হাসপাতালের প্রকল্প পরিচালক ও উপ- পরিচালক ডা. আবু রায়হান বলেন, করোনাকালীন সময়ে হাসপাতালটিতে অনলাইনসহ সরাসরি রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন।
বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসা সেবা পূর্বের পরিস্থিতিতে ফিরে এসেছে। তার পরেও হাসপাতাল কতূপক্ষ হটলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, হটলাইন নম্বর ০১৯৬৯৯১০২০০ । পরিচালক ডা. আবু রায়হান আরো বলেন, হাসপাতালটিতে কোভিড১৯ চিকিৎসা সেবা চালু রয়েছে। হাসপাতালে আইসিইউ সেবাসহ সকল সুবিধা রয়েছে কোভিড রোগীসহ টিবি ও অ্যাজমা রোগীদের চিকিৎসা সেবায়।
বর্তমানে ২ জন কোভিড১৯ রোগীসহ সর্বমোট টিবি ও অ্যাজমা রোগী ভর্তি আছে ৮৯ জন। হাসপাতালটিতে চিকিৎসক রয়েছে ৩০ জন আর নার্স রয়েছেন ১৪৫ জন। নার্সদের মধ্যে কেউ কেউ উচ্চতর ডিগ্রি ও নিচ্ছেন বলে তিনি জানান।
হাসপাতালের সহকারী পরিচালক ডা আয়শা আক্তার বলেন, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাসপাতালের পরিচালকসহ চিকিৎসক নার্স এবং অন্যান্য স্টাফরা দিনরাত কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, টিবি ও অ্যাজমা চিকিৎসার পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে টিকা কর্মসুচি বাস্তবায়নে দক্ষতার সহিত পরিচালনা ও করছেন। এই হাসপাতালে শুরু থেকে অ্যাস্ট্রেজেনিকা, মর্ডাণা ফাইজার সিনোফার্ম টিকা দিয়ে আসছে। বুধবার (৮জুন) পর্ষন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে একলাখ ২০ হাজার মানুষকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ১০ হাজার মানুষকে আর বুস্টার দেওয়া হয়েছে ৩৫ হাজার মানুষকে।