শিরোনাম
◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪১ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর নাটক করেছেন পুনম

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডের ইনস্টাগ্রাম থেকে জানা যায়, তার মৃত্যুর খবর। পোস্টে বলা হয়, জরায়ু মুখের ক্যান্সারে মারা গেছেন পুনম পান্ডে। গণমাধ্যমেও এ কথা জানিয়েছেন তার ম্যানেজার পারুল চাওলা। কিন্তু দিন পেরোতেই জানা গেলো অভিনেত্রীর বেঁচে থাকার খবর।

[৩] শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় পুনম পান্ডে নিজেই জানান তিনি মারা যাননি। এমনকি, এই মৃত্যুর নাটকটি যে নিজেই সাজিয়েছেন সে কথাও অকপটে স্বিকার করলেন বিতর্কিত এই তারকা।

[৪] ভিডিওতে পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি।’

[৫] কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করে জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ এই বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা হয় না। তিনি বলেন, ‘সার্ভিক্যাল ক্যানসার এমন একটি রোগ, যা নীরবেই আমাদের প্রাণ নিয়ে যায়। আমি গর্বিত, আমার মৃত্যুর খবরের কারণে এই বিষয়টি সামনে এসেছে। আলোচনা শুরু হয়েছে।’

[৬] প্রথম মৃত্যুর পোস্টটি পুনম নিজেই দিয়েছিলেন বলে জানিয়েছেন। তাই ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী।

[৭] উল্লেখ্য, ১৯৯১ সালের ১১ মার্চ উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন পুনম পাণ্ডে। শুরুতে মডেল হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। পরের বছরই ‘লাভ ইজ পয়জন’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন।

[৮] এরপর ভোজপুরি, তেলেগু সিনেমায় অভিনয় করেন পুনম পাণ্ডে। তবে সাহসী, খোলামেলা পোশাকে অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা লেগে যায়। তা ছাড়া ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে এবং হটকারী কর্মকাণ্ড তাকে ক্যারিয়ার জুড়েই আলোচনায় রেখেছে।

এসসিডি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়