শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে মারা গেলেন "কাটা লাগা" গানের মডেল শেফালী (ভিডিও)

মাত্র ৪২ বছর বয়সে সবাইকে চমকে দিয়ে চলে গেলেন ‘কাঁটা লাগা’ গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। তার আচমকা মৃত্যুর খবর সবাইকে অবাক করেছে।

জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎই অভিনেত্রীর বুকে ব্যাথা হচ্ছিল। এরপর তাকে তার স্বামী পরাগ ত্যাগী রাতেই মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকাএ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারতের একাধিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে অভিনেত্রীর মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট হিসাবে বর্ণনা করেছে। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে সে খবর নিশ্চিত নয়।

এদিকে শনিবার (২৮ জুন) সকালে শেফালির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে বেশকিছু ভিডিও সামনে আসছে যেখানে ফরেনসিক দল তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছেছেন।

বলিউড ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওগুলিতে অভিনেত্রীর বাড়ির বাইরে ফরেনসিক টিম এবং পুলিশকে দেখা যাচ্ছে। জানা গেছে, অভিনেত্রীর মৃত্যুর সময় কী পরিস্থিতি ছিল, তা খতিয়ে দেখছিল ফরেনসিক দল। আর তাতেই নেটিজেনদের মনে সন্দেহে দানা বেধেছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিওগুলিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই ফরেনসিক তদন্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফরেনসিক টিম, কেন, কী হয়েছে?’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিশ্বাস করুন শেফালি সেখানে নেই’, আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘পোস্টমর্টেমে কি অন্যরকম কিছু তথ্য এসেছে?’


কারোর প্রশ্ন, ‘হার্ট অ্যাটাক হলে ফরেন্সিক টিম কেন?’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কয়েকদিন আগেই তো দেখলাম এক পার্টিতে নাচছিলেন, যখন লোকেরা খারাপ মন্তব্য করেছিল। এখন শুনছি উনি আর নেই’, আবার অন্য কারোর মন্তব্য, ‘ঈশ্বর তার আত্মার মঙ্গল করুন’।

শেফালি ব্যক্তিগত জীবনেও বহু চড়াই-উতরাই পেরিয়েছেন। ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। সংগীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে ২০০৯ সালে বিচ্ছেদ হয় তার। পরে একাধিক সম্পর্কে জড়ালেও ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দশ বছরের মাথায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছিলেন পরাগ-শেফালি। সোশ্যাল মিডিয়া দত্তক কন্যার কথা জানিয়েছিলেন দম্পতি। অসম্পূর্ণ পড়ে রইল শেফালির সেই সংসার। সূত্র: চ্যানেল আই, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়