শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

“নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক — সবার আগে বাংলাদেশ”: হেলাল খান

মনিরুল ইসলাম : চিত্রনায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় জাসাস আহ্বায়ক হেলাল খান ছিলেন সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী। এলাকায় সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলেও ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় তার নাম নেই। তবুও তিনি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনীত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে হেলাল খান লেখেন— “সবার আগে বাংলাদেশ।”

তিনি বলেন, “দেশব্যাপী তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমার প্রাণপ্রিয় জাসাস কর্মী, নেতৃবৃন্দ ও সিলেট-৬ আসনের প্রিয় জনগণ কিছুটা হতাশ হয়েছেন—তা স্বাভাবিক। তবে আমি বলব, ধৈর্য ধরুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। আমি অতীতেও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেছি, আজও সেটি অটুট আছে।”

হেলাল খান আরও লিখেন, “ধানের শীষ যার হাতেই থাকুক, তার হয়েই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমার জন্য বিবেক ও বিচক্ষণতার সঙ্গে দল নিশ্চয়ই বিবেচনা করবে। নমিনেশন না পেলেও আমি দলের আদর্শে অবিচল থাকব।”
তার বার্তায় তিনি আহ্বান জানান, “আমাদের লক্ষ্য একটাই—তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশের পুনর্গঠন। নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক—এটাই শেষ কথা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়