শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রীকে অশ্লীল বার্তা ও ভিডিও পাঠানোর অভিযোগে আইটি কর্মকর্তা গ্রেফতার

টেলিভিশন অভিনেত্রীকে ফলো করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠানোর অভিযোগে নবীন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অভিনেত্রী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সেখানে তিন মাস আগে তেলেগু ও কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করা বহুল পরিচিত এক অভিনেত্রী ফেসবুকে ‘নবীন’ নামের এক ব্যবহারকারীর কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান। বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট এলেও তা অ্যাকসেপ্ট করেননি তিনি। এমনকি তাকে ব্লক করে দেন টিভি তারকা।

অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে ভিন্ন নামে একাধিক অ্যাকাউন্ট খুলেন এবং মেসেঞ্জারে নিয়মিত অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতে থাকেন ৪১ বছর বয়সি অভিনেত্রীকে। নানাভাবে যৌন হয়রানি চালিয়ে যেতে থাকেন। অভিযোগ অনুযায়ী, গ্রেফতার নবীন বিভিন্ন সময় সেসব আইডি থেকে অশ্লীল বার্তা দেওয়া ছাড়াও আপত্তিকর নানা বিষয় পাঠাতে থাকেন।

এ অবস্থায় গত ১ নভেম্বর অভিযুক্ত নবীন যখন ফের মেসেজ করেন অভিনেত্রীকে, তখন তাকে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দেওয়া হয়। ওই তরুণ মুখোমুখি হলে তাকে থামতে বলে কথা শুনতে বলেন তারকা। কিন্তু অভিযুক্ত ব্যক্তি কথা শুনতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় নবীনকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে। তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সে বেঙ্গালুরুতে একটি বিশ্বব্যাপী প্রযুক্তি নিয়োগ সংস্থায় ডেলিভারি ম্যানেজার হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটির লন্ডন, প্যারিস, অ্যামস্টারডাম, বার্লিন, জুরিখ, ওয়ারশ ও নিউইয়র্ক অফিস রয়েছে।

গ্রেফতার নবীনের বিরুদ্ধে থানায় যৌন হয়রানি ও অনলাইন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন অভিনেত্রী। আর পুলিশ মামলাটি তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়