শিরোনাম
◈ তিন দফা দাবিতে আবারও শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের (ভিডিও) ◈ চীনের উত্থান, ভারতের পতন: বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচে ভূরাজনৈতিক প্রভাব ◈ হাসনাতকে কটুবাক্য বলার কারণ জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ রুমিন ফারহানা একাই যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি, বললেন গোলাম মাওলা রনি (ভিডিও) ◈ বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতা আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ: ভারতের জন্য বাড়ছে উদ্বেগ ◈ মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়ের প্রত্যাশা ◈ কুয়াকাটার বঙ্গোপসাগরের চর ধূলাসার, আবারও ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ ◈ এ‌শিয়ান কা‌পের প্রস্তু‌তি নি‌তে অক্টোবরে থাইল্যান্ডের বিরু‌দ্ধে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশের পরিস্থিতি বদলে দিচ্ছে আঞ্চলিক গতিশীলতা: মেঘালয়ের মুখ্যমন্ত্রী ◈ আলোচনা ছাড়াই ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের নজিরবিহীন সিদ্ধান্তে ক্ষোভ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ০২:৩১ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শয্যা দৃশ্যে অনিল কাপুরের সঙ্গে অস্বস্তি, শুটিং ফ্লোরে চিৎকার করে উঠেছিলেন ঐশ্বরিয়া রাই

বিষয়টা একটু খোলসা করে বলা যাক। সালটা ২০০০। বক্স অফিসে মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি হামারা দিল আপকে পাস হে। অভিনয়ে ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর ও সোনালি বেন্দ্রে। তখন ঐশ্বরিয়া বলিউডে তেমন সাফল্য পাননি। তবে সুভাষ ঘাইয়ের তাল ছবিতে তার দারুণ অভিনয় প্রশংসা কুড়িয়ে ছিল। সেই তাল ছবিতে অভিনয় করেছিলেন অনিলও।

ব্যাপারটা যে এমন ঘটবে তা আগে থেকে আন্দাজও করতে পারেননি অনিল কাপুর। ভেবেছিলেন নতুন নায়িকা, হয়তো অভিনয়ের জন্য সব কিছুই মেনে নেবে। কিন্তু তেমনটা ঘটেনি। বরং শুটিং ফ্লোরেই মাঝেই সেই নতুন নায়িকা, এমন এক কাণ্ড করলেন, যা কিনা অনিল কাপুর আজও ভুলতে পারেননি। খবর ভারতীয় গণমাধ্যমের।

ঠিক সেই সময়ই পরিচালক সতীশ কৌশিক তার নতুন ছবি হামারা দিল আপকে পাশ হে-র জন্য খুঁজছিলেন নতুন নায়িকা। সেই সময়ই ঐশ্বরিয়ার কথা সতীশকে বলেন অনিল। সতীশ প্রথমে নাকি ঐশ্বরিয়াকে নিতে রাজি ছিলেন না। পরে অনিলের কথায়, ছবিটি সই করান।

সেই সময় বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলিপাড়ায় ঝড় ওঠে। জানা যায়, অনিলের সঙ্গে এক শয্যা দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি অস্বস্তিতে পড়েছিলেন ঐশ্বরিয়া। ক্যামেরার সামনেই চিৎকার করে উঠেছিলেন তিনি।

কী ঘটেছিল?

ক্যামেরা চলছে। বিছানায় শুয়ে রয়েছেন ঐশ্বরিয়া ও অনিল কাপুর। পরিচালক অ্যাকশন বলতেই ঐশ্বরিয়াকে কাছে টানলেন অনিল! তারপর তাকে চুম্বন খেতে গেলেই, হঠাৎ চিৎকার করে উঠলেন ঐশ্বরিয়া। সঙ্গে সঙ্গে বন্ধ হল শুটিং। বিছানা থেকে উঠে গট গট করে মেকআপ রুমে ঢুকে পড়লেন ঐশ্বরিয়া। গোটা কাণ্ডে অনিল তো পুরো হতভম্ব।

পরে জানা যায়, এমন শয্যার দৃশ্যে অভিনয় করতে একটু অস্বস্তিতেই পড়েছিলেন ঐশ্বরিয়া। আর সেই চিৎকার ছিল অস্বস্তির জন্যই। পরে ঐশ্বরিয়ার অনুরোধে এই দৃশ্য বাদ দেন সতীশ-কৌশিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়