শিরোনাম
◈ বেসরকারি খাতে যাচ্ছে 'নগদ', খোঁজা হচ্ছে বিনিয়োগকারী: গভর্নর ◈ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ মোদি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’, ক্ষোভ ট্রাম্পের ◈ বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ◈ মিরপুর-১০ এর মেট্রোরেল স্টেশনে চীনা নাগরিকের মানিব্যাগ চুরি, অতঃপর... ◈ ফ্রান্সসহ আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি পেলো ইসি ◈ ‘প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ন্যায্য সমাধানের আশ্বাস’ ◈ চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে নির্দেশ তিন উপদেষ্টার ◈ ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল ◈ ১৭ বছ‌রের বাল‌ককে দ‌লে নি‌য়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পরিস্থিতি বদলে দিচ্ছে আঞ্চলিক গতিশীলতা: মেঘালয়ের মুখ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির পরিবর্তন ঘটছে। একই সঙ্গে তা পুরো অঞ্চলের গতিকে বদলে দিচ্ছে। মঙ্গলবার এ কথা বলেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। তিনি আরও বলেন, রাজ্যে বিচ্ছিন্নভাবে ‘সশস্ত্র গোষ্ঠীর মতো’ কর্মকাণ্ড দেখা দিচ্ছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই। সাংমা সাংবাদিকদের বলেন, আমাদের বুঝতে হবে ও মনে রাখতে হবে, সীমান্তের ওপারে বাংলাদেশে আগের মতো পরিস্থিতি নেই। জাতীয় নিরাপত্তার কারণে আমি বিস্তারিত বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, ওপারের ভিন্ন কর্মকাণ্ড ও ভিন্ন কিছু পরিবর্তন সার্বিক পরিস্থিতির গতিশীলতা বদলে দিচ্ছে।

তিনি জানান, রাজ্যে উগ্রপন্থি কার্যক্রম ওঠানামা করে ‘গ্রাফের মতো কখনও উপরে ওঠে আবার নেমে যায়’। যা অনেক সময় সংগঠিত গোষ্ঠীর বদলে ছোটখাটো ডাকাত দলের কর্মকাণ্ডের মতো মনে হয়। তিনি আরও বলেন, অনেক সময় যা শুরুতে উগ্রপন্থি সংগঠন মনে হয়, পরে দেখা যায় তারা আসলে ডাকাত বা চোর। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের পুলিশ প্রধান (ডিজিপি) ইদাশিশা নংরাং আগেও এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু তার বক্তব্যের কেবল একটি অংশ প্রকাশিত হওয়ায় নানা জল্পনা তৈরি হয়।

সম্প্রতি ডিজিপি জানান, পুলিশ সব ধরনের তথ্য যাচাই করছে এবং নতুন করে উগ্রপন্থি সংগঠিত হওয়ার প্রচেষ্টার বিষয়ে ঘনিষ্ঠ নজর রাখছে। তবে পুনর্গঠনের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। সাংমা বলেন, প্রতিদিনই গোয়েন্দা তথ্য আসছে। যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্তে আসতে হচ্ছে। পরিস্থিতি জটিল, মূলত বাংলাদেশের ঘটনাপ্রবাহের কারণেই এবং আমরা সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়