শিরোনাম
◈ ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু, বহু নিখোঁজ ◈ নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ ◈ গুলশানে চাদাবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ◈ ‌নেপা‌লের বিরু‌দ্ধে দু‌টি প্রী‌তি ম‌্যাচে হামজা চৌধুরী‌কে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল  ◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া সেলফি তুলতে আসায় ক্ষুব্ধ জয়া বচ্চন, ধাক্কার ভিডিও ভাইরাল

বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন আবারও রাগের কারণে শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানে এক ব্যক্তি (যিনি নাকি একজন দলীয় কর্মী) অনুমতি ছাড়াই সেলফি তুলতে কাছে আসেন জয়ার কাছে।

অনুমতি ছাড়া ছবি তুলতে গেলে মুহূর্তেই জয়া ক্ষুব্ধ হন, নিজেকে সরিয়ে নেন এবং ওই ব্যক্তিকে ধাক্কা দেন।

এ ধাক্কা দেওয়ার ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দ্বিধাবিভক্ত। কেউ বলেন, ‘জয়ার ছবি তোলার কী প্রয়োজন ছিল?’ কেউ আবার বলেন, ‘এমন আচরণ একজন জনপ্রিয় ব্যক্তিত্বের কাছ থেকে কাম্য নয়।’ কিন্তু কেউ কেউ বলেন, ‘ভক্তদেরও উচিত সীমা জানা।’

ঘটনাস্থলে থাকা অনেকে এই আচরণে বিব্রত হয়ে পড়েন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ জয়ার এমন আচরণের তীব্র সমালোচনা করে তাকে ‘দাম্ভিক’ আখ্যা দিয়েছেন, অন্যরা আবার প্রশ্ন তুলেছেন, অনুমতি ছাড়া ছবি তোলার প্রয়োজনীয়তা নিয়েও।
ঘটনার সময় জয়ার সঙ্গে শিবসেনা নেত্রী প্রিয়াংকা চতুর্বেদীও উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর জয়া স্বাভাবিক আচরণে ফিরে এলেও আশপাশের লোকজন স্পষ্ট অস্বস্তিতে ছিলেন।

জয়া বচ্চন এর আগে বহুবার প্রকাশ্য স্থানে রাগের কারণে সমালোচিত হয়েছেন। ছবি শিকারী থেকে শুরু করে সহকর্মী—কাউকেই রেহাই দেননি তিনি। অমিতাভ-পত্নীর এই স্বভাবের কারণে বহুবার পরিবারের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়